◆মার্টিনেজের সঙ্গে দুই প্রধানের দুই কর্তা – দেবব্রত সরকার ও দেবাশিস দত্ত। মঙ্গলবার মিলন মেলায়◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষক মার্টিনেজকে ঘিরে মিলন মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। মঙ্গলবার দুপুরে মার্টিনেজকে নিয়ে মিলন মেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল উদ্যোক্তারা। কিন্তু অনুষ্ঠানের শুরু থেকেই বিশৃঙ্খলা চরমে পৌঁছয়।
জানা যায় এদিন, মার্টিনেজকে দেখার জন্য উদ্যোক্তারা টিকিটের ব্যবস্থা করেছিলেন। কিন্তু টিকিট কেটেও মিলনমেলা চত্বরে পৌঁছনোর পরও ইচ্ছে পূরণ হল না মার্টিনেজের ভক্তদের। স্বাভাবিক ভাবেই তাই নিয়ে ক্ষোভ। অভিযোগ, বহু মানুষ টিকিট ছাড়াই ঢুকে যায়। আরও অভিযোগ, যাঁরা ১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তাঁরা নাকি টিকিটের শর্তানুযায়ী কোনো সুবিধা পাননি।
মোটা টাকার টিকিটের বিনিময়ে কি কি সুবিধা পাওয়ার কথা ছিল? যারা টিকিট কেটেও কিছুই পাননি তাঁদের মধ্যে একজন বলছিলেন, কথা ছিল মার্টিনেজের সঙ্গে ছবি তুলতে দেওয়া হবে আর মার্টিনেজের অটোগ্রাফ দেওয়া একটি জার্সি উপহার পাবেন। কিন্তু কিছুই হয়নি। তবে অনুষ্ঠানের শেষে উদ্যোক্তারা আশ্বাস দেন আগামীকাল (বুধবার) মার্টিনেজের সঙ্গে ছবি তুলে দেওয়া হবে আর মার্টিনেজের সই করা জার্সিও দেওয়া হবে।
মার্টিনেজকে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিলেন বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলাররাও। তাঁরা কারও অনুমতি না নিয়ে মঞ্চে উঠে মার্টিনেজের সঙ্গে মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। উদ্যোক্তরা নিষেধ করা সত্বেও প্রাক্তন ফুটবলাররা ছবি তুলতে থাকে।