‘মিনি যুবভারতী’ তৈরি, ফেব্রুয়ারিতেই খুলছে কিশোর ভারতী

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা : কলকাতায় ‘মিনি যুবভারতী’ তৈরি। এখন শুধু সময়ের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহেই আই লিগের ম‍্যাচ পেতে চলেছে সন্তোষপুরের কিশোর ভারতী ফুটবল স্টেডিয়াম। তিন দিন আগেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিয়েছেন, স্টেডিয়ামের কাজ শেষ। তিনি আশা করছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই আই লিগের ম‍্যাচ শুরু করা যাবে।

বাংলার ফুটবল প্রেমীদের জন্য খুবই ভাল খবর। শহরের প্রাণকেন্দ্রে আরও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পাচ্ছে ক্রীড়াপ্রেমিরা। পাঁচ বছর আগেও যারা এই কিশোর ভারতী স্টেডিয়ামে গিয়েছেন, তাঁরা এখন গেলে চিনতেই পারবেন না তা হলফ করে বলা যায়।

এই স্টেডিয়ামের সংস্করণের পর এই স্টেডিয়াম ঝাঁ চকচকে। নানান কিংবদন্তি ফুটবলারদের ছবি দিয়ে সাজানো। ঠিক যেমনটা যুবভারতীর ভিআইপি গেট দিয়ে প্রবেশের পর দেখা মেলে। মূল মাঠের মান,ফ্লাড লাইট, উন্নতমানের ফুটবলার, রেফারিদের ড্রেসিংরুম, প্রেস বক্স থেকে শুরু করে ভিআইপি বক্স—কোনওটাই সল্টলেক স্টেডিয়ামের চেয়ে কম নয়। স্টেডিয়ামের বাইরের দেওয়ালে নানান কিংবদন্তির ছবি। পাশাপাশি স্টেডিয়ামের দ্বিতীয় তলায় বাংলার ঐতিহ্য (শিল্প, বিভিন্ন উৎসবের ছবি, মা উড়ালপুল, ইডেন গার্ডেন্স, বিশ্ববাংলা গেট, ট্রাম, প্রিন্সেপ ঘাট, যুবভারতী–সহ দার্জিলিং, ঘুম স্টেশনের ছবি, বাংলার ছৌ–নাচ, তাঁত শিল্প, মৃৎশিল্প, শান্তিনিকেতনের দোল উৎসবের ছবি) তুলে ধরা হয়েছে।

সংস্কার করে কিশোরভারতী ক্রীড়াঙ্গনের চেহারা আমূল পাল্টে দেওয়ার কাজ প্রায় শেষ। শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। আসন্ন আই লিগের ম্যাচও এখানে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বহুবছর বাদে কিশোরভারতীতে ফিরতে চলেছে ফুটবল। আই লিগ কেন, অদূর ভবিষ্যতে আইএসএলের ম্যাচও হতে পারে অনায়াসে। সেক্ষেত্র যুবভারতীর চাপ কমে যাবে।
কিশোরভারতীকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে তোলার ক্ষেত্রে রাজ‍্য সরকারের প্রশংসা প্রাপ‍‍্য। রাজ‍্য সরকার যদি এবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে সংস্কার করে তাহলে ক্রীড়ায় অনেক সুবিধা হবে। শহরের মধ‍্যে আছে। যোগাযোগের দিক দিয়ে সেরার সেরা হবে এই রবীন্দ্র সরোবর। বাস, মেট্রো, ট্রেন – এই তিনটেই স্টেডিয়ামের পাশে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here