মায়াঙ্কের শতরান, ব‍্যর্থ বিরাট,পূজারা, ভারত ২২১/৪

0

◆সংক্ষিপ্ত স্কোর◆

▪ভারত (প্রথম ইনিংসের প্রথম দিনের শেষে) – ২২১/৪
▪(মায়াঙ্ক আগরওয়াল – ১২০ *
শুবমন গিল ৪৪, চেতশ্বর পুজারা – ০, বিরাট – ০,শ্রেয়াস – ১৮, ঋদ্ধি – ২৫*)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩ ডিসেম্বর : ব‍্যর্থ অধিনায়ক বিরাট ও চেতেশ্বর পুজারা। তবে দুরন্ত শতরান করলেন কর্নাটকের ৩০ বছরের ডানহাতি ব‍্যাটসম‍্যান মায়াঙ্ক আগরওয়াল। এটি তাঁর চতুর্থ টেস্ট শতরান। নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মূলত তাঁর ব‍্যাটের উপর ভর করেই ভারত দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২২১ রান করেছে। মায়াঙ্ক অপরাজিত ১২০ রান,তাঁর সঙ্গে ক্রিজে আছেন ঋদ্ধিমান সাহা (অপরাজিত ২৫ রান)।

এদিন টস জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব‍্যাট করতে নেমে শুরুটা ভালই করেন দুই প্রারম্ভিক ব‍্যাটসম‍্যান মায়াঙ্ক ও শুবমন গিল। দলের ৮০ রানের মাথায় তিন তিনটি উইকেট তুলে নেন নিউজিল‍্যান্ডের অফ স্পিনার অজাজ প‍্যাটেল। প্রথমে শুবমন গিল (৪৪) পরে চেতেশ্বর পুজারা (০) ও অধিনায়ক বিরাট কোহলিকে (০) প‍্যাভিলিয়নে পাঠিয়ে দেন অজাজ প‍্যাটেল। দিনের চতুর্থ উইকেটটাও তুলে নিয়েছেন অজাজ।

কোহলিকে আউট করার পর প‍্যাটেলের উল্লাস

অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড করলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে শূন‍্যতে আউট হয়ে রেকর্ড করলেন বিরাট। এই নিয়ে টেস্টে ১০ বার শূন‍্যতে আউট হলেন। যার মধ‍্যে দেশের মাটিতে ৬ বার শূন‍্যতে আউট হলেন। ভারতের আর কোনও অধিনায়কের টেস্টে এত বার শূন্য রানে আউট হওয়ার নজির নেই। দেশের মাটিতে শূন্য রানে আউট হওয়ার নিরিখেও সবাইকে টপকে গিয়েছেন কোহলী।ভারত অধিনায়কদের মধ্যে কোহলির পরে রয়েছেন মনসুর আলি খান পটৌডি। তিনি পাঁচ বার শূন্য রানে আউট হয়েছেন। পাঁচ বারই দেশের মাটিতে। মহেন্দ্র সিংহ ধোনি ও কপিল দেব অধিনায়ক হিসেবে টেস্টে তিন বার শূন্য রানে আউট হয়েছেন। এদিন আম্পায়ার অনিল চৌধুরী অজাজের বলে এলবিডব্লিউ দিলে মাঠেই তর্ক শুরু করে দেন অধিনায়ক বিরাট কোহলি। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় বল ব‍্যাট ও প‍্যাডে প্রায় একসঙ্গে স্পর্ষ করে। বিরাটের আউটের সিদ্ধান্তে অবাক হয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।

শূন‍্যতে আউট হয়ে মাঠ ছাড়ছেন অধিনায়ক কোহলি,ওয়াংখেড়ে

এদিন ভারতের যে ৪ টি উইকেট নিয়েছেন তিনি হলেন অজাজ প‍্যাটেল। তাঁর আদি বাড়ি গুজরাটে। পরে তাঁর বাবা ব‍্যবসা সূত্রে পরিবার নিয়ে মুম্বই শহরে চলে আসেন। অজাজের যখন আট বছর বয়স তখন প‍্যাটেল পরিবার চলে যায় নিউজিল‍্যান্ডের অকল‍্যান্ড শহরে। সেখানেই ক্রিকেটে হাতেখড়ি অজাজের। তাঁর কাকা সঈদ পটেল ভাইপোকে ভর্তি করিয়ে দেন নিউ লিন ক্রিকেট ক্লাবে। নিউ লিন থেকে অ্যাভনডেল কলেজে গিয়ে আর এক ভারতীয় বংশোদ্ভূত জিত রাভালের সঙ্গে পরিচয় হয় অজাজের। দু’জনে একে অপরের প্রিয় বন্ধু হয়ে ওঠেন।
পাঁচ ফুট ছ’ইঞ্চি উচ্চতার অজাজ প্রথমে জোরে বোলার ছিলেন। সেখান থেকে স্পিন বোলার হয়ে ওঠা প্রাক্তন নিউজিল্যান্ড স্পিনার দীপক পটেলের হাত ধরে।

নিজের জন্মভূমিতে এসে টেস্ট ম‍্যাচে চার-চারটি উইকেট তুলে নিয়ে খুশি অজাজ প‍্যাটেল। “ছুটিতে মুম্বই এসে এই ওয়াংখেড় স্টেডিয়ামে আমি আইপিএল ম‍্যাচ দেখেছি। সেই মাঠে নেমে সাফল‍্য পেয়ে খুব ভাল লাগছে। আমার কাছে আজকের দিনটা ভেরি স্পেশাল ডে।” বলেছেন অজাজ প‍্যাটেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here