ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন: দিয়োগো মারাদোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে আপাতত সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, মাথায় রক্তক্ষরণের কারণেই নাকি অস্ত্রোপচার করতে হয়েছে। এখন নাকি মারাদোনা ভাল আছেন। আগামী ৪৮ ঘন্টা কিংবদন্তি ফুটবলারকে পর্যবেক্ষণে রাখা হবে।
কয়েক দিন আগেই তাঁর ৬০ তম জন্মদিন হয়ে গেল। ফুটবল সম্রাট পেলে থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রত্যেকে মারাদোনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। জন্মদিনের পরেই অসুস্থ বোধ করেন ছিয়াশির বিশ্বকাপজয়ী অধিনায়ক।
বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে ভর্তি করা হয় দিয়েগো মারাদোনাকে। বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের মাঝে মারাদোনাকে নিয়েও উদ্বেগ তৈরি হয়। চিকিৎসকরা জানিয়ে দেন, করোনা নয়। মানসিক অবসাদের কারণে মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে মারাদোনার।
তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। অস্ত্রোপচার সফল হওয়ায় মারাদোনাকে নিয়ে আপাতত কোনও ঝুঁকি নেই বলেই চিকিৎসকরা আশ্বস্ত করেছেন।