মাজিয়াকে ৫ গোল এটিকে মোহনবাগানের

0

এটিকে মোহনবাগান – ৫
(কাউকো-২, রয়কৃষ্ণ,শুভাশিস,ম‍্যাকহিউ)

মাজিয়া – ২

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রীতিমতো দাপটের সঙ্গে এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মাজিয়াকে ৫-২ গোলে হারাল এটিকে মোহনবাগান। কাউকো দুটি এবং রয়কৃষ্ণ,শুভাশিস বসু ও ম‍্যাকহিউ একটি করে গোল করেন।

কদিন আগেও মনে হচ্ছিল এবারের এএফসি কাপ থেকে ছিটকে যেতে চলেছে এটিকে মোহনবাগান। কিন্তু বসুন্ধরাকে হারিয়ে আশা জিইয়ে রেখেছিলেন লিস্টন,রয়কৃষ্ণরা। আর এদিনের বসুন্ধরা – গোকুলম ম‍্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই ম‍্যাচে গোকুলম জিততে পারল পরের রাউন্ডে পৌঁছে যেত কেরলের এই দলটি। সেক্ষেত্রে আজ মোহনবাগান জিতলেও পরের রাউন্ডে যেতে পারত না। কিন্তু বসুন্ধরা ২-১ গোলে গোকুলমকে হারিয়ে এটিকে মোহনবাগানের সামনে বিরাট সুযোগ তৈরি করে দেয়। আর সেই সুযোগ কাজে লাগালেন বাগানের ফুটবলাররা। রীতিমতো দাপটের সঙ্গে খেলে জিতল এটিকে মোহনবাগান। ২৬ ও ৩৭ মিনিটে দুটি গোল করেন কাউকো। রয় কৃষ্ণ গোল করেন ৫৬ মিনিটে। ৫৮ ও ৭১ মিনিটে গোল করেন শুভাশিস বসু ও ম‍্যাকহিউ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here