মহারাজের আরোগ্য কামনায় বালুরঘাটের মন্দিরে পুজো

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, বালুরঘাট,২৮ ডিসেম্বর : সৌরভ গাঙ্গুলির আরোগ‍্য কামনায় কালী মন্দিরে পুজো দিলেন “সৌরভ ফাউন্ডেশন (বালুরঘাট শাখা)”-এর কর্তা গৌতম গোস্বামী।

মঙ্গলবার সকালেই বালুরঘাট শহরের দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন বোল্লা শ্রী শ্রী রক্ষাকালি মাতা মন্দিরে পূজো দিলেন “সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনে”-এর শীর্ষকর্তা গৌতম গোস্বামী। প্রসঙ্গত,চার বছর আগে এই গৌতম গোস্বামীই বালুরঘাট স্টেডিয়ামে সৌরভের মূর্তি বসিয়েছিলেন। সশরীরে উপস্থিত থেকে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন সৌরভ। এই মুহূর্তে গৌতমবাবু সিএবির অ‍্যাপেক্স কাউন্সিল মেম্বার। একই সঙ্গে সৌরভের নিজের নামে ফাউন্ডেশেন (বালুরঘাট শাখা)-এর দায়িত্বে আছেন গৌতমবাবু। গত এক বছর ধরে করোনা পরিস্থিতিতে বালুরঘাট শহরে সমাজসেবা মূলক কাজ করে আসছে “সৌরভ ফাউন্ডেশন”।

বালুরঘাটে কালী মন্দিরে পুজো দিচ্ছেন গৌতম গোস্বামী, মঙ্গলবার সকালে

সৌরভ করোনায় আক্রান্তের খবর পেয়ে বিচলিত বহু সৌরভ ভক্ত। গৌতম গোস্বামী বলছিলেন,”সকালেই খবরটা পেয়েছি। আমি বরাবরই সৌরভ ভক্ত। সৌরভ,তাঁর ফাউন্ডেশনের কাজ আমরা বালুরঘাটে করে আসছি। আমার মতো বহু ভক্ত আজ সৌরভের আরোগ্য কামনা করছেন। সৌরভের গোত্র জেনে নিয়ে পুজো দিলাম। আমাদের মহারাজ দ্রুত সুস্থ্য হয়ে বাড়ি ফিরুন।”

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি আছেন। পরপর দুই বার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই সোমবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌরভকে। তবে তিনি স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here