মহমেডানে প্রথম বিজয়া সম্মিলনী, টিম বাস উপহার সাংসদ সুদীপ বন্দ‍্যোপাধ‍্যায়ের

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দুর্গা পুজোর পর গড়ের মাঠে বিজয়া সম্মিলনী করার রেওয়াজ আছে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবে। এবার ক্রীড়া জগতের ব‍্যক্তিত্বদের নিয়ে বিজয়া সম্মিলনী করলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা। ঝাঁ চকচকে ক্লাব তাঁবু তৈরি,চমৎকার মাঠ,গ‍্যালারি তৈরি করা থেকে নিজেদের ক্লাব ফুটবল দলের স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে মহমেডান স্পোর্টিং আধুনিক হয়ে উঠেছে। এবার মহমেডান ক্লাবের ইতিহাসে প্রথমবার বিজয়া সম্মিলনী করে চমকে দিলেন আমিরুদ্দিন ববি,ইসতিয়াক আহমেদ,কামরুদ্দিনরা।

এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মহমেডানের প্রাপ্তিযোগও হল। অনুষ্ঠানে সামিল হয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ‍্যোপাধ‍্যায়। মহমেডান ক্লাব কর্তাদের অনুরোধে ফুটবলারদের জন‍্য প্রায় ৪২ লক্ষ টাকার একটি টিম বাস উপহার দিচ্ছেন সুদীপ বন্দ‍্যোপাধ‍্যায়। সাংসদ সুদীপবাবু মহমেডানের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে বলছিলেন,”সুলতান আহমেদ যখন বেঁচে ছিল তখন মাঝে মধ‍্যে মহমেডান ক্লাব তাঁবুতে আসতাম। তখন ক্লাবটি অন‍্যরকম ছিল। এখন এসে চিনতেই পারছি না। এত সুন্দর করে সাজানো হয়েছে। ক্লাব তাঁবু সংস্করণ করে এত সুন্দর করে সাজানোর জন‍্য মহমেডান কর্তারা প্রশংসনীয় কাজ করেছেন।”

মহমেডান ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বলছিলেন,”সুদীপদার সঙ্গে আমাদের কথা হয়ে গিয়েছে। উনি আমাদের ফুটবলারদের জন‍্য একটি টিম বাস দিচ্ছেন। যে সব ফর্মালিটি আছে সেই সব পূরণ করব।”

মহমেডান সচিব ইসতিয়াক আহমেদ বলেন,”আমরা ক্লাবটাকে একটা জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর। আমিরুদ্দিন ববিদা,কামারদা আমাদের উৎসাহ দিচ্ছেন,সক্রিয়ভাবে ক্লাবের উন্নয়নে আন্তরিক। ওঁরা আছেন বলেই খুব সহজেই সফল ভাবে কাছ করতে পারছি। পাশাপাশি আমাদের কমিটি মেম্বাররা,ইনভেস্টর বাঙ্কারহিল দারুণ ভাবে পাশে আছেন। সবার প্রচেষ্টায় মহমেডান নতুন করে এগিয়ে চলেছে। আই লিগে দলও খুব ভাল খেলছে। আমাদের এখন একটাই লক্ষ‍্য আই লিগ চ‍্যাম্পিয়ন হয়ে সামনের বছর আইএসএলে খেলার ছাড়পত্র পাওয়া।”

এদিন, মহমেডানের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি, মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত,ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার,রাজা গুহ। ছিলেন ময়দানের বহু ক্লাব কর্তারাও। ছিলেন মহমেডানের ফুটবলাররাও।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,”মাননীয়া মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় আমাকে প্রায় জিজ্ঞাসা করেন, মহমেডান কবে আইএসএল খেলবে? এই বছর আই লিগে খুব ভাল খেলছে। এটা বজায় রাখতে পারলে আগামী বছর মহমেডান আইএসএলে খেলবেই। আর এত সুন্দর ক্লাব তাঁবু তৈরি করার জন‍্য কর্তাদের ধন‍্যবাদ জানাবো। বিশেষ করে আমিরুদ্দিন ববিকে বিশেষভাবে ধন‍্যবাদ জানাই। ও নিজে এমন একটা ক্লাব তাঁবু তৈরি করেছে।”

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন,”মহমেডান ক্লাব নতুন উদ‍্যোগে এগিয়ে চলেছে। যে ভাবে এগোচ্ছে তাতে আমার ধারণা আগামী বছর মহমেডান আইএসএলে খেলবেই। আর একটা কথা বলি,আমরা যখন তিন প্রধানের নাম মুখে আনি তখন মোহনবাগান,ইস্টবেঙ্গল,মহমেডান বলে থাকি। কিন্তু আমার মনে হয় এবার থেকে মোহনবাগান,মহমেডান ও ইস্টবেঙ্গল বলা হোক। কারণ, আগে মোহনবাগান প্রতিষ্ঠিত হয়েছে। তারপর প্রতিষ্ঠিত হয়েছে মহমেডান। তারপর ইস্টবেঙ্গল ক্লাব তৈরি হয়েছে। সেই নিরিখে মোহনবাগান,মহমেডান, ইস্টবেঙ্গল বলা উচিত।”

মহমেডান কর্তারা এদিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে নিরামিষ খাবারের ব‍্যবস্থা করেছিলেন। নিরামিষ হলেও একধিক পদ। বাঙালি খাবারের সঙ্গে চাইনিস ও সাউথ ইন্ডিয়ান খাবার। ময়দানে কোনও অনুষ্ঠানে খাবার তালিকায় বিরিয়ানিটাই অগ্রাধিকার পেয়ে থাকে। বিশেষ করে মহমেডান ক্লাবে তো বটেই। কিন্তু সেই ঘরানা বদলে দিয়েও বাজিমাত করলেন মহমেডান কর্তারা। ভোজনরসিক অতিথিরা তৃপ্ত। একাধিক অতিথির মুখে মহমেডানের নিরামিষ খাবারের প্রশংসা করছিলেন বারবার।

সত‍্যি, মহমেডান এখন বদলে গেছে। সার্বিক উন্নয়েনের রাস্তায় হাঁটছে শতাব্দী প্রাচীন মহমেডান স্পোর্টিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here