ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২১ মার্চ : আই লিগে খুব ভাল ছন্দে আছে মহমেডান স্পোর্টিং। সামনের বছর তাঁর প্রিয় মহমেডানকে আইএসএলে দেখতে চান ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
শতাব্দী প্রাচীন মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসডর করেছেন ইরফান পাঠানকে। সোমবার কলকাতা শহরে এসে মহমেডান ক্লাবের গ্যালারিতে জায়ান্ট স্ক্রিনে মহমেডানের আই লিগের ম্যাচ দেখলেন। তার আগে সাংবাদিকদের মুখোমুখিও হলেন ইরফান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইরফান বললেন,”মহমেডান ক্লাবের নামটা দেশের ছোট থেকে বড় – সবাই জানে। ১৩১ বছরের এই ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসডর হতে পেরে আমি খুব খুশি। এই মুহূর্তে আই লিগে ধারাবাহিক ভাবে ভাল খেলছে। ক্লাব কর্তারা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আই লিগে চ্যাম্পিয়ন হওয়া এবং সামনের বছর আইএসএলে খেলুক মহেডান।” ইরফানের পাশে বসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,”মহমেডান আইএসএলে খেলুক আমরাও চাই। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, মহমেডানকে সব রকম সহযোগিতা করবেন।”
ফুটবলের পাশাপাশি ক্রিকেট নিয়েও প্রশ্ন করলে ইরফান সাবলিল ভাবে উত্তর দেন। ঋদ্ধিমান সাহা প্রসঙ্গে ইরফান বলেন,”সাহা ভারতীয় দলে ফিরে আসতে পারবে কিনা জানি না। তবে আইপিএলে ওর আরও অনেক কিছুর দেওয়ার আছে।”
রাহুল দ্রাবিড় প্রসঙ্গে ইরফান জানান,”দ্রাবিড়ের ভাবনাচিন্তা অন্য উচ্চতার। নিজের মতামত স্পষ্ট করে জানাতে পারে। আগামিদিনে অনেক সাফল্য দিতে চলেছে দ্রাবিড়। ওর কাছে সব ক্রিকেটার সমান। আগামী দুটো বছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।”
তিনি কি কখনও রাজনীতিতে আসবেন? উত্তরে ইরফান বলেন,”বেশ কয়েক বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে প্রস্তাব এসেছে। ভবিষ্যতে রাজনীতিতে এলেও আসতে পারি। তবে এখন এসব নিয়ে ভাবছি না।” পরে কথা বলতে বলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলাম জানালেন।