◆নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি সঙ্গে সচিব অনির্বান দত্ত◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ফুটবল মরসুমের শুরুতেই নতুন অ্যাম্বুলেন্স কিনল আইএফএ। সোমবার সন্ধ্যায় সচিব অনির্বান দত্তকে পাশে নিয়েএই নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি।
শীততাপ নিয়ন্ত্রিত এই অ্যাম্বুলেন্স কেনার পাশাপাশি মেডিকেল সাপোর্ট সিস্টেম ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে আইএফএ। এই ব্যাপারে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন সদ্য গভর্নিং বডিতে আসা চিকিৎসক ও সাংসদ শান্তনু সেন। তিন দিন আগে লিগের খেলার মাঠে উন্নত মেডিকেল পরিষেবা দেওয়ার ব্যাপারে চিকিৎসক শান্তনু সেনের সঙ্গে বৈঠক করেছেন আইএফএ সচিব অনির্বান দত্ত। ফুটবলারদের জন্য ডঃ শান্তনু বেশ কিছু পদক্ষেপ গ্রহণে আগ্রহী হয়েছেন।