ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৪ নভেম্বর : ক্রিকেট মরসুমের আগেই অভিনব উদ্যোগ আম্পায়ার অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের। রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবির সহায়তায় বুধবার ইডেনে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করলেন রাজ্যের আম্পায়াররা।
একদিনের এই শিবিরে শুধু রক্তদান করা নয়, চোখের পরীক্ষা,হেয়ার টেস্টিং, নার্ভ ভেলোসিটি টেস্ট সহ শরীরের একাধিক অংশের পরীক্ষা করা হল। আর কিছু দিনের মধ্যেই স্থানীয় ক্রিকেট শুরু হবে। মরসুমের আগে আম্পায়ারদের এমন অভিনব উদ্যোগ প্রশংসনীয়।
বাংলার আম্পায়ার সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই শিবিরকে সহায়তা করতে এগিয়ে এসেছে সিএবি। এদিন, সিএবির সচিব ও প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলি প্রদীপ জ্বালিয়ে আম্পায়ারদের এই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন। স্নেহাশিস গাঙ্গুলি বলেন,”আম্পায়ারদের এমন প্রচেষ্টা আম্পায়ারদের খুব উপকার হবে। বিশেষ করে মরসুমের আগেই এই শিবির করাটা খুব ভাল হয়েছে।”
শিবির দেখতে পৌঁছে গিয়েছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও। তিনি বলেন,”আম্পায়ারদের খুব ভাল উদ্যোগ। এখানে এসে দেখলাম আম্পায়ারদের শরীরের প্রায় সব বিভাগেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমি চাই, বাংলার আম্পায়ারদের সংস্থা প্রতি বছর এই শিবির সুষ্ঠুভাবে পরিচালনা করবে। এমন উদ্যোগের পাশে সিএবি সব সময় পাশে থাকবে।”
আম্পায়ার অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল – এর যুগ্ম সচিব কনিষ্ক রায়চৌধুরী জানান,”আমরা প্রতি বছর এই শিবির করে থাকি। ক্রিকেট মরসুম শুরুর আগেই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করি। আম্পায়ারদের শরীর পরীক্ষার পাশাপাশি ময়দানের গ্রাউন্ডস ম্যানরাও এই সুবিধা পেয়ে থাকেন। সিএবি আমাদের খুব সাহায্য করেছে। ভবিষ্যতে আরও বড় ভাবে এই শিবির করতে চাই।” উল্লেখ্য, আম্পায়ারদের এই শিবিরের জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে ‘আমরি’, ‘আর এন টেগর’,’রুবি’, ‘সেরাম’-এর মতো সংস্থা।