মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স

0

◆ফ্রান্স – ২ (হার্নান্ডেজ, মুয়ানি)
◆মরক্কো – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : লড়াই হল, তবে ধারে ও ভারে ফ্রান্স যে মরক্কোর থেকে অনেক এগিয়ে তা সেমিফাইনাল ম‍্যাচে বুঝিয়ে দিল এমবাপেদের ফ্রান্স। নির্ধারিত ৯০ মিনিটেই মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স।

গ্রুপ লিগ থেকে কোয়ার্টার ফাইনাল পযর্ন্ত দুরন্ত গতিতে উঠে এসে সেমিফাইনালে মরক্কোর সেই গতি থেমে গেল। ম্যাচের পাঁচ মিনিটে গোল করে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে দিলেন হার্নান্ডেজ। গ্রিজম‍্যান বল বাড়ান এমবাপেকে। তিনি বল নিয়ে বিপক্ষের বক্সে ঢুকে পড়লেও ডিফেন্ডারদের পায়ের ভিড়ে বল আটকে গিয়েও তা ছিটকে যায় হার্নান্ডেজের কাছে। বুক সমান উচ্চতায় শট নিয়ে গোল করেন হার্নান্ডেজ।

শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়াটা মরক্কোর কাছে একটা বড় ধাক্কা। সেই ধাক্কা সামলে সংগঠিত ভাবে একাধিক আক্রমণ করেছে হাকিমিরা। কিন্তু ফ্রান্সের বক্সে এসে গোলটাই করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়িয়েও কাজে আসেনি।

৭৮ মিনিটে মরক্কোর মজবুত ডিফেন্ডারদের গুঁড়িয়ে দিয়ে বল নিয়ে এমবাপে পাস বাড়ালেন পরিবর্ত ফুটবলার মুয়ানিকে লক্ষ‍্য করে। সেই পাস থেকে গোল করতে ভুল করেননি মুয়ানি। ফ্রান্স ২-০ গোলে এগিয়ে যায়। ম‍্যাচের শেষ দশ মিনিট মরক্কো প্রায় অল আউটে উঠে এলেও গোল করতে পারেনি। বিশ্বফুটবলকে চমকে দেওয়া মরক্কোকে থেমে যেতে হল সেমিফাইনালেই। আগামী রবিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্তিনা ও ফ্রান্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here