ময়দানে ৪ বলে ওভার! বিতর্কে আম্পায়ার-স্কোরার

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : টালিগঞ্জ অগ্রগামী ব‍্যাট করছিল। জয়ের লক্ষ‍্য মাত্রা ছিল ১৭১ রান।১৯ তম ওভার শুরু। কিন্তু ৪টি বল খেলা হতেই ১৯তম ওভার ঘোষণা করে দেন আম্পায়ার স্বস্তিক দত্ত চৌধুরী। এমনটাই ঘটেছে মঙ্গলবার, রেঞ্জার্স মাঠে। জে সি মুখার্জি ট্রফির কুমোরটুলি ও টালিগঞ্জ অগ্রগামীর ম‍্যাচে। এমন আশ্চর্যের ঘটনায় তাই নিয়ে বিতর্ক শুরু।

সিএবি পরিচালিত জে সি মুখার্জি ট্রফির এই ম‍্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭০ রান করে কুমারটুলি। জবাবে টালিগঞ্জ অল আউট ১৬৮ রানে। ২ রানে হেরে ক্ষুব্ধ টালিগঞ্জ কর্তা শুভঙ্কর ঘোষ দস্তিদার। তিনি জানিয়েছেন, “ময়দানের ক্রিকেটে এমন ঘটনা আগে কখনও ঘটেছে কিনা আমার জানা নেই। আমরা প্রতিবাদ জানিয়ে সিএবিকে চিঠি দিচ্ছি।”

খোঁজ নিয়ে জানা গেল, দুই আম্পায়ার ও স্কোরারদের মধ্যে ভুল বোঝাবুঝিতেই নাকি এমনটা ঘটেছে। স্কোরার এবং আম্পায়ারদের মধ্যে যোগাযোগের অভাব। আরও জানা গেল ওই ১৯তম ওভারে দ্বিতীয় ডেলিভারির পর বল বাইরে গিয়েছিল। সেই সময়ে নাকি আম্পায়ার স্কোরারদের কাছে জানতে চান, আর ক’টা বল বাকি আছে? তখন স্কোরার দুটো হাত তুলে ইঙ্গিত করেন দুটি বল বাকি। দু’বল পরে আম্পায়ার স্বস্তিক ওভার ঘোষণা করে দেন। টালিগঞ্জ দলের ক্রিকেটারদের দাবি, আম্পায়ার যখন ওভার শেষ করলেন তখনও দুটি বল বাকি ছিল। তাঁদের অভিযোগ, মাঠের অবজার্ভার এই ব‍্যাপারে কোনও উদ‍্যোগ নেননি। সিএবি কর্তাদের কাছেও খবরটি পৌঁছে গিয়েছে। তাঁরাও তৎপর হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছেন। সূত্রের খবর, হয়তো ম‍্যাচটি রিপ্লে দিতে পারে সিএবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here