মন ভরল না চিমায়, এগিয়ে থেকেও ড্র এসসি ইস্টবেঙ্গলের

0

ইস্টবেঙ্গল – ১ (ফ্রাঞ্জো)
জামশেদপুর–১ (হার্টলি)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ড্র দিয়ে আইএসএল অভিযান শুরু করল এসসি ইস্টবেঙ্গল। রবিবার,জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ ড্র করল এসসি ইস্টবেঙ্গল। ১৮ মিনিটে ফ্রাঞ্চোর গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। বিরতির ঠিক আগে হার্টলি জামশেদপুরকে সমতায় ফেরান।
জামশেদপুরের ভাল্সকিস বিপজ্জনক স্ট্রাইকার হলেও এদিন তাঁকে বোতলবন্দি করে দেয়নি লাল-হলুদ ডিফেন্স। পাশাপাশি চিমাও মন ভরাতে পারলেন না। তিনি আজ এতটাই খারাপ খেলেছেন যে দ্বিতীয়ার্ধে তুলে নিতে বাধ‍্য হন কোচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here