◆ট্রফি উন্মোচনের সময় সুজিত বসুর সঙ্গে প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, প্রশান্ত ব্যানার্জি ও মেয়র কৃষ্ণা চক্রবর্তী ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বিধাননগর গোল্ড কাপ। মন্ত্রী সুজিত বসুর নেতৃত্বে বিধাননগর বিধানসভা কেন্দ্রের ৩২টি দল নিয়ে এই মেগা ফুটবল প্রতিযোগিতা হবে। শুক্রবার লেকটাউনে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন স্থানীয় বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর থেকে এই বিধাননগর গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু করেছেন মন্ত্রী সুজিত বসু। এদিন তিনি জানান,মোট ৩২ টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সেভেন-এ-সাইড টুর্নামেন্ট। প্রতিটি দলকে জার্সি,বুট থেকে শর্টস, মোজা, অফিসিয়ালদের টি-শার্ট দেওয়া হবে। কোনও টুর্নামেন্ট ফি নেই। তবে বিধাননগর বিধান সভার ক্লাব হতে হবে। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও সাত দিনের এই নকআউট টুর্নামেন্টে থাকছে আকর্ষণী পুরস্কার।
আগামী রবিবার সন্ধ্যায় প্রয়াত পি কে ব্যানার্জির বাড়ির সামনের জিডি মাঠে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই গোল্ড কাপের উদ্বোধন করা হবে। গোল্ড কাপ উদ্বোধন করবেন ব্যারেটো। উদ্বোধনী ম্যাচে লেজার শো’এর ব্যবস্থাও থাকছে। ফাইনাল ম্যাচ হবে লেক টাউনের মাঠে। এই টুর্নামেন্টের ৩১ টি ম্যাচ হবে দশটি মাঠে। এই টুর্নামেন্টে প্রতিটি দশজন ফুটবলারকে সই করাতে পারবে। এই দশজনের মধ্যে তিনজন বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে। ম্যাচে খেলাতে পারবে দুই বিদেশি।
দেশের বিভিন্ন রাজ্য,জেলা,সিটি লিগ থেকে আই লিগ – ২ পযর্ন্ত বিদেশিহীন ফুটবল লিগ করার নির্দেশ জারি করেছে এআইএফএফ। সুজিত বসু নিজে গড়ের মাঠে খেলেছেন। বাঙালি ফুটবলারদের নানান ভাবে পাশেও থেকেছেন। তিনিও বাঙালি ফুটবলার তুলে আনার ক্ষেত্রে বহু জায়গায় সওয়াল করেছেন। তাহলে তাঁর নিজের এই গোল্ড কাপে কেন বিদেশি ফুটবলার খেলাচ্ছেন? ‘ইনসাইড স্পোর্টস’-এর প্রশ্নের জবাবে সুজিত বসু বলেন,”বিষয়টা আমরাও ভেবেছি। কিন্তু এই বছর আর বিদেশিহীন টুর্নামেন্ট করা গেল না। দেশের ফুটবলের স্বার্থে এআইএফএফ যে নিয়ম তৈরি করেছে, সেই নিয়ম মেনেই আমরা আগামী বছর থেকে বিধাননগর গোল্ড কাপ করব।”
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, প্রশান্ত ব্যানার্জি, সুমিত মুখার্জি, কোচ রঞ্জন ভট্টাচার্য। ছিলেন বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এই বিধাননগর গোল্ড কাপ পরিচালনার দায়িত্বে আছে ‘আরপিজে স্পোর্টিং বাউন্ডারিস’।