ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এখন যত কাণ্ড ইস্টবেঙ্গলে। ইনভেস্টর শ্রীসিমেন্টের সংশোধিত চুক্তিপত্রে সই করা নিয়ে ইস্টবেঙ্গল কার্যকরী কমিটির সদস্যরা বৃহস্পতিবার বৈঠকে বসেন। বৈঠকের মাঝপথেই নাকি ফোন আসে এক মধ্যস্থতাকারীর। তারপরেই এদিনের মতোই বৈঠক স্থগিত করে দেওয়া হয়। সই করার ব্যাপারে শুক্রবার জোড়া বৈঠক। প্রথমে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক হবে। পরে কর্মসমিতি বৈঠক হবে সন্ধ্যা সাতটায়। এমনটাই দাবি ক্লাবের কর্তা সৈকত গাঙ্গুলি।
বৈঠক চলাকালীন কে ফোন করেছিলেন? মধ্যস্থতাকারীদের বৈঠকে কি শ্রীসিমেন্টের কোনও প্রতিনিধি থাকবেন? জবাবে সৈকত বলেন, তিনটে শর্তে তাদের এখনও আপত্তি আছে। মধ্যস্থতাকারী তাঁদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। তারা সকালেই বৈঠকে বসবেন। তবে একটা ইতিবাচক দিক তৈরি হয়েছে।