মধ‍্যপ্রদেশকে হারিয়ে ফাইনালে মুখোমুখি বাংলা -সৌরাষ্ট্র

0

◆সংক্ষিপ্ত স্কোর◆
◆বাংলা – ৪৩৮ ও ২৭৯
◆মধ‍্যপ্রদেশ – ১৭০ ও ২৪১
◆৩০৬ রানে জয়ী বাংলা

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১২ ফেব্রুয়ারি : জয়ের মঞ্চটা তৈরি হয়ে গিয়েছিল ম‍্যাচের তৃতীয় দিনেই। আজ, সেই প্রতিক্ষার শেষ। মধ‍্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে রনজি ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা। অপর সেমিফাইনালে কর্ণাটককে হারায় সৌরাষ্ট্র। আগামী ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ইডেনে ফাইনালে মুখোমুখি হবে বাংলা -সৌরাষ্ট্র।

গত তিন মরশুমে দ্বিতীয় বার রনজি ট্রফির ফাইনালে উঠল বাংলা। শেষবার চ‍্যাম্পিয়ন হয়েছিল ১৯৮৯-‘৯০ মরসুমে। ৩২ বছর পর চ‍্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলার সামনে। এবছর প্রথম থেকেই ছন্দে আছে লক্ষ্মী-মনোজদের দল। এখনও পযর্ন্ত সেরা বোলিং লাইন আপ। ব‍্যাটাররাও দারুন ফর্মে আছে। সব মিলিয়ে ঘরের মাঠে চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য ঝাঁপাবে বাংলার ক্রিকেটাররা।

এদিন, বাংলার ৫৪৭ রানের লক্ষ‍্যমাত্রা সামনে রেখে ব‍্যাট করতে নেমে শুরুতেই ব‍্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মধ‍্যপ্রদেশ। সেই ধাক্কা সামলাতে পারেনি। মাত্র ২৪১ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। প্রদীপ্ত প্রামানিক ৫ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ৬টি উইকেট নিয়ে ম‍্যাচের রংটাই বদলে দিয়েছিলেন আকাশ দীপ। স্বাভাবিক ভাবেই ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আকাশদীপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here