মঙ্গলবার IFA সহসচিব নির্বাচন, সম্ভাব‍্যর তালিকায় রাকেশ,সুদেষ্ণা,বিশ্বজিৎ, জামাল

0

◆সন্দীপ দে◆

অবশেষে IFA এর সহ সচিবের নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল। মঙ্গলবার সন্ধ‍্যায় গভর্নিং বডির জরুরি সভা। সেই সভায় বহু প্রতিক্ষিত নতুন চার সহসচিবের নাম ঘোষণা হয়ে যাবে। শনিবার,এই মর্মে গভর্নিং বডির সকল সদস‍্যদের সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন IFA সচিব অনির্বান দত্ত।

এখন প্রশ্ন হল, এই চার সহসচিব বাছতে ইলেকশন হবে নাকি সিলেকশন হবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে মঙ্গলবার সন্ধ‍্যা পযর্ন্ত। তবে একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, শাসক গোষ্ঠীর পক্ষ থেকে চার সহসচিবের নাম বেছে নেওয়া হয়েছে। এঁরা হলেন মুন ওরফে রাকেশ ঝাঁ, সুদেষ্ণা মুখার্জি, বিশ্বজিৎ ভাদুড়ি এবং মহম্মদ জামাল। বড় ধরনের অঘটন না ঘটলে এই চার ব‍্যক্তিত্বকেই IFA এর নতুন সহ সচিব হিসেবে দেখা যাবে। রাকেশ ঝাঁ এই সহসচিব হিসেবেই এতদিন কাজ করে চলেছেন। ময়দানে তাঁর গ্রহণযোগ‍্যতা ভাল। সবার সমর্থন পাচ্ছেন। সুদেষ্ণা মাঠ করা মহিলা। তাছাড়া তিনি দেবু মুখার্জির কন‍্যা। বাবার মতোই ময়দানে ডাকাবুকো। ফুটবল নিয়ে কাজ করা তাঁর প‍্যাশন। বিশ্বজিৎ ভাদুড়ি হলেন ভদ্র মানুষ। সংগঠনটা ভাল বোঝেন। আন্তঃজেলা বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সফল ভাবে পরিচালনা করেছেন। তাছাড়া জেলার সকল ক্রীড়া সংস্থার কর্তাদের সঙ্গে খুব ভাল সম্পর্ক। মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সচিব তিনি। গত দুই বছর ধরে তিনি IFA এর সহসভাপতি। জেলার প্রতিনিধি হলেও সহসভাপতি হিসেবে তাঁর পারফরম্যান্স বেশ ভাল। বিশ্বজিৎবাবু কাজের মানুষ। আর মহম্মদ জামালও ময়দানে অভিজ্ঞ। পেশায় ব‍্যবসায়ী। কন‍্যাশ্রী কাপে নিঃস্বার্থভাবে নীরবে কাজ করে গিয়েছেন। নিজের দল আছে। তাঁরও ময়দানে গ্রহণযোগ‍্যতা বেশ ভাল।

সহসচিব পদে গ্রহণযোগ‍্য এমন চার প্রার্থী বাছাই হওয়ার পর সিলেকশন হওয়াটাই বাঞ্চনীয়। সেটাই স্বাভাবিক। কিন্তু তার পরেও ‘কহানি মে টুইস্ট।’ এত কিছুর পরও মঙ্গলবার গভর্নিং বডির সভায় ইলেকশন হওয়ার মৃদু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ নজরুল ইসলাম। ইনি সহসচিব পদেই আছেন। কিন্তু IFA এর অন্দরমহলে ও ময়দানে নজরুলের গ্রহণযোগ্যতা ভাল নয়। ময়দানের বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, আরও একবার সহসচিব পদে থাকার ইচ্ছে তাঁর আছে। কিন্তু বেশির ভাগ কর্তারা বিশেষ করে শাসক গোষ্ঠী নজরুলকে আর সহসচিব হিসেবে দেখতে চান না। তার কারণ, নজরুল নাকি সহসচিবের চেয়ারে বসে প্রতিষ্ঠান বিরোধী কাজ করেছেন। এমনটাই অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ,গত বছর IFA এর সঙ্গে চুক্তি হওয়া স্পনসরকে চিঠি দিয়ে ‘কাঠি’ করতে চেয়েছিলেন। এই ঘটনার পর IFA এর এক গভর্নিং বডির সভায় নজরুলকে তীব্র ভৎর্সনা করেছিলেন IFA চেয়ারম্যান সুব্রত দত্ত। শুধু তাই নয়, একটি ইস‍্যুকে কেন্দ্র করে নিজের চাঁদনি ক্লাবের পক্ষ থেকে IFAএর বিরুদ্ধে মামলাও করেছিলেন বলে নজরুলের বিরুদ্ধে অভিযোগ। ফলে তাঁর বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে নজরুল অনেকটাই ব‍্যাকফুটে।

তবে ময়দানের এক বিশ্বস্থ সূত্রের খবর, মঙ্গলবার সহসচিব নির্বাচনে লড়াই করতে পারেন নজরুল ইসলাম। আরও জানা যাচ্ছে, ময়দানের দুই তিন জনের ইন্ধনে নজরুল নাকি শেষ মুহূর্তে লড়াইয়ে নামতে পারেন। তাই যদি হয় তাহলে কি ধরে নিতে হবে নজরুলবাবুকে যে দুই তিনজন সমর্থন বা ইন্ধন জোগাতে চায়ছেন তারাও কি প্রতিষ্ঠান বিরোধীতাকেই সমর্থন করছেন? তাহলে কি ধরে নিতে হবে, গত বছর স্পনসরকে চিঠি দেওয়া বা মামলা করার পিছনে কি সেই ‘দুই তিনজন’-কর্তার হাত ছিল? ক্লাব,অ‍্যাসোসিয়েশনের অন্দরমহলে রাজনীতি ছিল,আছে, থাকবেও। তাই বলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে ব‍্যক্তিস্বার্থ চরিতার্থ করাটাই সেই সব কর্তাদের মূল লক্ষ‍্য? এমন সব প্রশ্ন ময়দানে উঠতে শুরু করেছে। পরিবর্তিত পরিবেশ নজরুল ইসলাম কি বুঝতে পারছেন? এমনও হতে পারে শেষ মুহূর্তে নজরুল কোনও প্রতিদ্বন্দ্বিতার রাস্তায় গেলেন না। সবই সম্ভব। কি হবে? জানা যাবে আগামী মঙ্গলবার সন্ধ‍্যায়। সব মিলিয়ে টান টান উত্তেজনা থাকবে আগামী মঙ্গলবার IFA এর গভর্নিং বডির সভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here