ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৮ মার্চ : আগামীকাল, মঙ্গলবার থেকে বোলপুর স্টেডিয়ামে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা। অতীতে এই বোলপুরে ক্রিকেট টুর্নামেন্ট হত। কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন তৃনমূল স্তর থেকে ক্রিকেটের উন্নয়নের জন্য বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন B.Y.T.C এর কর্তারা। মোট ৮ টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। যার মধ্যে কলকাতার তিনটি দল আছে। নেপাল থেকেও একটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
বোলপুরের প্রয়াত ক্রীড়া প্রশাসক অশোক কুমার ঘোষের স্মৃতিতেই এই প্রথম অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন বোলপুর ইয়ুথ ক্লাবের কর্তারা। অন্যতম কর্তা পারর্থসারথী চট্টরাজের উদ্যোগে এই টুর্নামেন্ট থেকে জেলার ক্রিকেট প্রতিভা তুলে আনাটাই প্রধান লক্ষ্য। প্রতিভা তুলে আনার ক্ষেত্রে, সিনিয়র স্তরের ক্রিকেট টুর্নামেন্টের থেকে যে কোনও বয়স ভিত্তিক টুর্নামেন্টের প্রয়োজনীয়তা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা মাথায় রেখেই এই প্রচেষ্টা। আগামীকাল শুরু আর ফাইনাল ৫ এপ্রিল। এই টুর্নামেন্টের পাশে আছে টিএমসি স্পোর্টস সেলও।
এই টুর্নামেন্ট নিয়ে বীরভূম জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্তা ও সিএবির অ্যাপেক্স কাউন্সিল মেম্বার সুশান্ত ব্যানার্জি ‘ইনসাইড স্পোর্টস’ কে বলছিলেন,”সাবজুনিয়র স্তরের ক্রিকেটারদের নিয়েই এই টুর্নামেন্ট। জেলা থেকে প্রতিভা তুলে আনাটাই আমাদের লক্ষ্য। এমন লক্ষ্য নিয়ে এগোতে হলে সবার সাহায্য দরকার। খুব ভাল লাগছে টুর্নামেন্ট সফল করার জন্য আমাদের সবাই একটা টিম হিসেবে কাজ করছে। আশাকরি সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ করতে পারবো।”