◆অধিনায়ক মনোজকে পরামর্শ কোচ লক্ষ্মীর,সোমবার ইডেনে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শেষ দুটি টুর্নামেন্টে বাংলা ব্যর্থ হলেও এবার পাখির চোখ করেছে রনজি ট্রফি। কোচ লক্ষ্মীরতন শুক্লা থেকে অধিনায়ক মনোজ তিওয়ারিদের একটাই লক্ষ্য রনজি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া। তার জন্য ধাপে ধাপে এগোতে চায় বাংলা শিবির।
মঙ্গলবার ইডেনে উত্তরপ্রদেশ ম্যাচ দিয়ে চলতি মরসুমের রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। ভারতীয় দলে ডাক পাওয়ায় অভিমন্যু ঈশ্বরণ আপাতত বাংলা দলে নেই। তাঁর পরিবর্তে রনজির প্রথম দুটি ম্যাচে অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ মনোজ তিওয়ারিকে।
রনজির প্রথম ম্যাচ বাংলা খেলবে ঘরের মাঠে (ইডেনে)। সবুজ উইকেটে। প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতেই কি সবুজ উইকেট নিয়েছেন বাংলা কোচ? আর সেই কারণেই নাকি চার পেসার নিয়ে প্রথম একাদশ গড়ার পরিকল্পনা করেছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। এমনটাই জানা যাচ্ছে। ইশান পোড়েল,আকাশদীপ,সায়নশেখর মণ্ডলের সঙ্গে গীত পুরী অথবা দূর্গেশ যাদবের মধ্যে যেকোনও একজন বল হাতে মঙ্গলবার বাংলার হয়ে প্রথম রনজি খেলতে মাঠে নামবেন। চার পেসার ছাড়াও শাহবাজ আহমেদের উপরও আস্থা রাখছে বাংলা শিবির।
অভিমন্যু নেই। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মুকেশ কুমারকেও পাচ্ছে না বাংলা। এঁদের না থাকাটা বাংলা দলের ক্ষেত্রে ঘাটতি দেখা দিতে পারে। তবে যারা আছে তাদের নিয়েই কোচ পরিকল্পনা করেছেন।
অন্যদিকে উত্তরপ্রদেশও অফস্পিনার সৌরভ কুমার এবং কুলদীপ যাদবকে পাচ্ছে না। সেটা বাংলার পক্ষে কিছুটা হলেও সুবিধা। দলে কে আছে, কে নেই অথবা প্রতিপক্ষ দলে কে নেই সেই সব নিয়ে মোটেও ভাবছেন না বাংলা কোচ। অনুস্টুপ মজুমদার,সুদীপ ঘরামির ব্যাটে ভর দিয়ে অন্তত সাড়ে তিনশো রান তুলতে চায় বাংলা। সোমবার বাংলার অনুশীলনে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তিনি কোচ ও অধিনায়কের সঙ্গে উত্তরপ্রদেশ ম্যাচ নিয়ে আলোচনাও করেন।