ভুটানের সঙ্গে ম‍্যাচ খেলে লিগের প্রস্তুতি শ্রীভূমি ফুটবল ক্লাবের

0

◆ম‍্যাচের আগে ভুটান ও শ্রীভূমি ফুটবল ক্লাবের ফুটবলার ও কর্তারা। শুক্রবার কল‍্যাণী স্টেডিয়ামে ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সামনেই কলকাতা লিগের ম‍্যাচ তার আগে বিভিন্ন দল বিভিন্ন টুর্নামেন্ট খেলে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে। কিন্তু শ্রীভূমি ফুটবল ক্লাব একটু অন‍্য পথে হাঁটল। প্রথম ডিভিশনের এই শ্রীভূমি ফুটবল ক্লাব ভুটানের জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ম‍্যাচ খেলে নিজেদের পরীক্ষা করে নিল।

সদ‍্য ভারত সফরে এসেছে ভুটানের জাতীয় দল। এই মুহুর্তে কল‍্যাণীতে আছে এই দলটি। খবরটা আগেই ছিল শ্রীভূমি ফুটবল ক্লাবের সচিব রাকেশ ঝাঁ(মুন) -এর কাছে। দেরি না করে প্রস্তুতি ম‍্যাচ খেলার প্রস্তাব দেন রাকেশ। সেই প্রস্তাবে সাড়া দিয়ে শুক্রবার কল‍্যাণী স্টেডিয়ামে শ্রীভূমির সঙ্গে ৯০ মিনিটের ম‍্যাচও খেলে ফেলল ভুটানের জাতীয় দলটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভূটান ২-১ গোলে হারায় শ্রীভূমি ফুটবল ক্লাবকে। তবে ভূটানের সেরা তারকা চেঞ্চো চোটের কারণে ম‍্যাচ খেলতে পারেননি। তবে রিজার্ভ বেঞ্চে ছিলেন ভুটানের ‘রোনাল্ডো।’

ভুটানের সেরা তারকা চেঞ্চোর সঙ্গে শ্রীভূমি ফুটবল ক্লাবের ম‍্যনেজার অরিজিৎ পাল

এই ম‍্যাচ নিয়ে শ্রীভূমি ফুটবল ক্লাবের সচিব রাকেশ ঝাঁ (মুন) ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”আমরা লিগের প্রস্তুতি হিসেবেই ম‍্যাচটা খেললাম। ভুটানের এটা জাতীয় দল। ধারে,ভারে অনেকটাই এগিয়ে। তবে ভাল লড়াই হল। আমাদের ছেলেরা উপকৃত হয়েছে।”

শ্রীভূমি ফুটবল ক্লাব ও এয়ারলায়েন্স ক্লাবের সচিব রাকেশ ঝাঁ (মুন)

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে আইএফএ সহ সচিব রাকেশ ঝাঁ (মুন)-এর দুটি ক্লাব এবার প্রথম ডিভিশনে খেলবে। শ্রীভূমি ফুটবল ক্লাব গত বছরও খেলেছিল। এবার তার সঙ্গে যোগ হয়েছে এয়ারলায়েন্স ক্লাব। এই দুটি দলেরই সচিব হলেন রাকেশ। সভাপতি হলেন মন্ত্রী সুজিত বসু। গত পাঁচ বছর ধরেই ময়দানে সক্রিয়ভাবে মাঠ করছেন রাকেশ। ফুটবলারদের স্বাচ্ছন্দের কথা ভেবে সল্টলেকের এইচ বি ব্লকে একটা মাঠ লিজ নিয়েছেন। ঝকঝকে করে তৈরি করে ফেলেছে এই মাঠ। এবার ভাল খেলতে পারলে সামনের বছর প্রিমিয়ার ডিভিশনে ওঠার সম্ভাবনা আছে। আর সেটাকে মাথায় রেখে ভাল দল গড়ার চেষ্টা করেছেন ময়াদানের নয়া ‘মুন।’ তবে তিনি তাড়াহুড়ো করতে নারাজ। প্রিমিয়ারে ওঠার জন‍্য ফুটবলারদের উপর অতিরিক্ত চাপও দিতে নারাজ শ্রীভূমি ফুটবল ক্লাব ও এয়ারলায়েন্স ক্লাবের সচিব মুন ওরফে রাকেশ। তাঁর একটাই কথা,”ছেলেদের বলেছি অতিরিক্ত চাপ নিয়ে মাঠে নেমো না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো। ভাল ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করো। কোচও ফুটবলারদের বুঝিয়েছে”

শ্রীভূমি ও ভুটানের দুই অধিনায়কের স্মরক বিনিময়ের একটি মুহূর্ত

গত বছর ভারতের এক প্রাক্তন মিডফিল্ডারকে কোচ করেছিলেন। ভাল দল গড়তে টাকা খরচ করতে কার্পন‍্য করেননি। কিন্তু সেই কোচই শ্রীভূমি ফুটবল ক্লাবকে ঢুবিয়েছিলেন। তাই এবার আর নামের পিছনে না ছুটে অনামি কোচ নিয়ে একটা ব‍্যালান্সড দল গড়েছে শ্রীভূমি ফুটবল ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here