ভারত থেকে আমিরশাহিতে সরল টি-২০ ক্রিকেট বিশ্বকাপ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গুঞ্জনটা চলছিলই। গুঞ্জনই সত‍্যি হয়ে দাঁড়াল। টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ভারত থেকে সরে গেল আমিরশাহিতে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে এই ব‍্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

করোনার কারণে আগেই ভারত থেকে আমিরশাহিতে চলে গিয়েছে আইপিএল। এবার একই কারণে টি-২০ ক্রিকেট বিশ্বকাপও চলে গেল। আইসিসিকে জানানোর জন‍্য ২৮ জুন অর্থাৎ সোমবার চড়ান্ত দিন ছিল। সৌরভ গাঙ্গুলি, জয় শাহ, রাজিব শুক্লরা নিজেদর মধ‍্যে আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন। শেষদিনে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে ৷ বোর্ড সচিব জয় শাহ এই খবর নিশ্চিত করেছেন ৷

তবে ভেনু বদলালেও বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছেই থাকবে ৷
বছরের শেষের দিকে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল ৷ কিন্তু দেশের করোনা পরিস্থিতি সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ৷ ভারতে করোনা তৃতীয় ঢেউের আশঙ্কা করেই দেশে এই বিশ্বকাপ করার কোনও ঝুঁকি নিলেন না বোর্ডের কোনও কর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here