ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কলকাতা শহরে দেশ-বিদেশের ছবি নিয়ে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল ২৮ বছর আগে। কিন্তু খেলা নিয়ে কখনও হয়নি। শুধু কলকাতা কেন, ভারতে কখনও স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল হয়নি। প্রসঙ্গত, বিশ্বে প্রথম স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল ১৯৭৯ সালে, ইতালিতে। ভারতে কখনও হয়নি। চন্দননগরে অ্যাডভেঞ্চার বিষয় নিয়ে তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা হলেও সামগ্রিক স্পোর্টস নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল ভারতে এই প্রথম হচ্ছে। আর সেটা হচ্ছে কলকাতা শহরের নন্দনে।
আগামী ২২ জুন থেকে নন্দন-৩ এ শুরু হবে এই আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৫ জুন পযর্ন্ত। পুরোটা পরিচালনার দায়িত্বে সোসাল স্পোর্টস ফাউন্ডেশন। চার দিনে চারটি দেশের মোট ১২ টি সিনেমা দেখানো হবে। প্রথম দিন শুরু হচ্ছে হিন্দি সিনেমা ‘লাহোর’ দিয়ে। শেষ হবে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয় উপলক্ষ্যে তৈরি হওয়া ‘স্টোরি অফ ‘৮৩ উইনিং টিম’ সিনেমা দিয়ে। মোট ১২ টি সিনেমার মধ্যে জার্মানির ৪টি সিনেমা থাকছে। এছাড়া দুটি করে হিন্দি ও মালায়াম,একটি ইংরেজি,৪টি বাংলা সিনেমা থাকছে। এই চারটি বাংলার মধ্যে একটি বাংলাদেশের সিনেমাও থাকছে। মঙ্গলবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন সোসাল স্পোর্টস ফাউন্ডেশন কর্তারা।
সমাজে খেলাধূলার প্রয়োজনীয়তা ভীষণভাবে উল্লেখযোগ্য। হয়তো সেই কারণেই খেলার বিষয় নিয়ে দেশে বিদেশে বহু সিনেমা তৈরি হয়েছে। ভারতীয় চলচ্চিত্র জগতে খেলা ধূলা নিয়ে প্রথম সিনেমা তৈরি হয়েছিল এই বাংলায়। ছবিটি কমেডি হলেও ১৯৭১ সালের ‘ধন্যি মেয়ে’ হল ভারতীয় চলচ্চিত্র জগতে প্রথম খেলা সম্পর্কিত সিনেমা।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্র জগতে ৯০ টিরও বেশি খেলার বিষয় নিয়ে বিভিন্ন ভাষায় সিনেমা তৈরি হয়েছে। তার মধ্যে বাংলায় আছে ১৫টি। চার্লি চ্যাপলিন তো বক্সিং দিয়ে নিজের সৃষ্টির কাজ শুরুই করেছিলেন। নেলশন ম্যান্ডেলার বর্ণবৈষ্যমের লড়াই নিয়ে যে ‘ইনভিকটাস’ তৈরি হয়েছিল সেটাও খেলার একটা বড় ভূমিকা ছিল। ভারতে মিলখা সিং নিয়ে ‘ভাগ মিলখা,ভাগ’ আলোড়ন ফেলে দিয়েছিল। পরবর্তীকালে তারকা খেলোয়াড়দের জীবন নিয়ে ‘বায়োপিক’ তৈরি করার প্রবনতা ভারতীয় চলচ্চিত্র জগতে হুহু করে বাড়ছে।
ভারতে এই প্রথম আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের আসর বসাচ্ছে সোসাল স্পোর্টস ফাউন্ডেশন। সঙ্গে আছে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া (ইস্টার্ন রিজিওন)। এই আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান নবরতন ঝাওয়ার, সভাপতি বিশ্বরূপ দে, কার্যকরী সভাপতি সুব্রত দে, সহসভাপতি জহর দাস এবং সচিব রংগন মজুমদার। অনুষ্ঠান লোগো উদ্বোধন করেন টেবল টেনিস খেলোয়াড় মৌমা দাস।
এই আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য আয়োজকরা টিকিটের ব্যবস্থা করছেন না। তবে কমপ্লিমেন্টারি পাসের ব্যবস্থা থাকছে। নির্দিষ্ট কিছু জায়গায় সেই কমপ্লিমেন্টারি পাস থাকবে। আগে এলে আগে পাবে ভিত্তিতে সেই পাস কার্ড পাওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।