ভারতীয় ফুটবলে ধাক্কা, AIFFকে সাসপেন্ড করল ফিফা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ভারতীয় ফুটবলে বিরাটা ধাক্কা। ফুটবল প্রেমী দিবসের সাত সকালে এমন দুঃসংবাদ পেতে হবে ভাবা যায়নি। ভারতীয় ফুটবল নির্বাসিত। ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা। এই শাস্তির কারণে ঘোর সঙ্কটে ভারতীয় ফুটবল। অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়ল ভারত।

ভারতীয় সময় আজ, মঙ্গলবার ভোর রাতে একটি ইমেল আসে এআইএফএফ-এর কাছে। মেলটি করা হয়েছে জুরিখের ফিফার সদর দপ্তর থেকেই। সেই ইমেলে উল্লেখ করা হয়েছে, তৃতীয় পক্ষ বা থার্ড পার্টির সরাসরি হস্তক্ষেপের কারণেই অনির্দিষ্টকালের জন‍্য সাসপেন্ড করা হল ভারতকে। এর আগে বহুবার ফিফা ভারতীয় ফুটবল সংস্থাকে সতর্ক করেছে। এমনকী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে বারবার জানিয়েছে, সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপ তারা পছন্দ করছে না। কিন্তু তারপরই তারা কোনও পদক্ষেপ না নেওয়াতেই এই এই চরম সিদ্ধান্ত। ফিফার তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ফিফা বিবৃতিতে বলেছে, ‘এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।’

আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা। তার মধ্যে পরিস্থিতি না বদলালে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নেওয়া হবে।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, ফিফার ভাবমূর্তির বড় রকমের নিয়মভঙ্গ। যতক্ষণ না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি সমস্ত নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে, এই নির্বাসন বহাল থাকবে। ফলে ভারত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here