মহমেডান স্পোর্টিং – ৭
ভবানীপুর – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কল্যাণী, ৯ অক্টোবর : এই কদিন আগেও লিগের ম্যাচ খেলতে নামলেই হারছিল মহমেমডান স্পোর্টিং। কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমে সবাইকে অবাক করে দিয়ে চমৎকার ভাবে ছন্দ ফিরে পেলেন মহমেডানের ফুটবলাররা। আজ,শনিবার, কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লিগ কাম নকআউট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ভবানীপুর ক্লাবকে ৭-০ গোলে হারাল মহমেডান। জোড়া গোল শেখ ফৈয়াজ, মার্কাস জোসেফের। এছাড়াও একটি করে গোল করলেন ব্র্যান্ডন, নিকোলাস, জাসকারান। ম্যাচের সেরা সেখ ফৈয়াজ।
লিগ পর্যায়ে ভবানীপুরের বিরুদ্ধে দুই গোলে হেরে গিয়েছিল মহমেডান। সবচেয়ে বড় ব্যবধানে তুলে নকআউট পর্যায়ে তার মধুর প্রতিশোধ নিল মহমেডান স্পোর্টিং।
লিগের শেষ চারে সাদা-কালো ব্রিগেড। এবার তাদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস।
পুজোর আগে লিগ শেষ করা গেল না। বাকি থেকে গেল মহমেডান-ইউনাইটেড স্পোর্টসের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। আইএফএ থেকে জানা যায়, এই দুটি ম্যাচ হবে নভেম্বরের ৯ ও ১২ তারিখ। অর্থাৎ এক মাস পর কেন এই দুটি ম্যাচ করতে হচ্ছে,এমন প্রশ্ন উঠছে। একটা মাস অপেক্ষা করা মানে তো তিনটি দলের ফুটবলারদের ধরে রাখতে হবে। অর্থাৎ অতিরিক্ত খরচ। মহমেডান স্পোর্টিং আই লিগ খেলবে। তাদের সমস্যা নেই। কিন্তু রেলওয়ে এফসি ও ইউনাইটেড স্পোর্টসের পক্ষে চাপ। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত যা খবর, সেমিফাইনালটা ১২ অক্টোবর করা যায় কিনা তাই নিয়ে নাকি ভাবছে আইএফএ।