ভবানীপুরকে হারিয়ে আপাতত শীর্ষে ইউনাইটেড স্পোর্টস

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : লিগ টেবলের শীর্ষে থাকার লড়াই। দুটি দলই শক্তিশালী। বুধবার কলকাতা প্রিমিয়ার লিগের ‘এ’ গ্রুপের ইউনাইটেড ও ভবানীপুরের এই ম‍্যাচ নিয়ে আগ্রহটা যেন একটু বেশিই ছিল ময়দানের। এবছর তিন প্রধানকে বাদ দিলে এ গ্রুপে শক্তিশালী দল গড়েছে ভবানীপুর, ইউনাইটেড স্পোর্টস। পিছিয়ে নেই কাস্টমস, বিএসএস, রেলওয়ে এফসিও। এদিন এই দলগুলিও মাঠে নেমেছিল।

ইউনাইটেড স্পোর্টসের গোলদাতা ডেভিস

দুদিন আগে নৈহাটি গোল্ড কাপের ফাইনালে ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল ভবানীপুর। ইউনাইটেড ০-৪ গোলে হারছে এমনটা ভাবা যায়নি। আসলে আজকের ম‍্যাচের কথা ভেবেই নৈহাটি গোল্ড কাপের ফাইনালে ইউনাইটেড কোচ, কর্তারা আস্তিনেই তাস রেখে দিয়েছিলেন। মোক্ষম সময়ে শক্তি নিয়ে মাঠে নামল ইউনাইটেড। ম‍্যাচের প্রথমার্ধ থেকেই ইউনাইটেড স্পোর্টসের আধিপত্য বেশি ছিল। কিন্তু ভারসাম‍্যের ভবানীপুর কোনও অংশে কম ছিল না। সমানে লড়াই করে গেল। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডের ডেভিস জয়সূচক গোলটি করেন। পরপর ৪ ম‍্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রইল ইউনাইটেড স্পোর্টস। সুপার সিক্সে যাওয়ার রাস্তাটা তৈরি করেই ফেলল পার্পল ব্রিগেড।

বিএসএসের সেসিকে আটকানোর চেষ্টায় জর্জের ফুটবলার

এদিন, একই গ্রুপের খেলায় বিএসএস অনায়াস জয় তুলে নিল। তারা আজ জর্জটেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারাল। বিএসএসের গোলদাতা মহম্মদ সুমিত ও সেসি। বিএসএস যেমন এবছর শুরু থেকে ভাল ফর্মে আছে, জর্জ টেলিগ্রাফের ক্ষেত্রে ঠিক উল্টো। এখনও জয়ের মুখ দেখেনি তারা। অপর ম‍্যাচে এরিয়ানের বিরুদ্ধে হারতে হারতে শেষ দিকে ড্র (২-২) করে বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস। এরিয়ানের হয়ে গোল করেছেন অভিজিৎ মন্ডল ও কৃষ্ণ সোরেন। কাস্টমসের দুই গোলদাতা নরহরি শ্রেষ্ঠ ও ফিরোজ খান। এখনও জয়ের মুখ দেখেনি খিদিরপুর স্পোর্টিং ক্লাব। তারা আজ শক্তিশালী রেলওয়ে এফসির সঙ্গে গোলশূন‍্য ভাবে ম‍্যাচ শেষ করেছে। তবে এবারের লিগে প্রথম জয়ের মুখ দেখল সাদার্ন সমিতি। তন্ময় ঘোষের গোলে পিয়ারলেসকে ১-০ গোলে হারাল সাদার্ন।

এদিন চতুর্থ ডিভিশনের খেলায় বাটা স্পোর্টস ক্লাব ৬-০ গোলে হারাল আর টি স্পোর্টিংকে। শ‍্যামবাজার ইউনাইটেড ও ওয়াইএমসিএ (কলেজ) ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়। দক্ষিণ কলকাতা সংসদ মাঠে না আসায় ওয়াক ওভার পেয়েছে যাদবপুর অগ্রগামী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here