ব‍্যারেটো-ডেভিডের যুগলবন্দী, জয়ের হ‍্যাটট্রিক মহমেডানের

0

◆গোল করার পর ডেভিডের উল্লাস। মঙ্গলবার মহমেডান মাঠে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : স্বপ্নের ছন্দে মহমেডান স্পোর্টিং। লিগের শুরু থেকেই। এখনও পযর্ন্ত ৩ ম‍্যাচ খেলে গোল করেছে ১৬ টি। তার মধ‍্যে ডেভিড ৫টি এবং ব‍্যারেটো ৪ টি গোল করে মহমেডান সদস‍্য-সমর্থকদের চোখে নয়নের মনি হয়ে গিয়েছেন। এই দুই স্ট্রাইকারের যুগলবন্দী ছাড়াও মহমেডানের বড় প্রাপ্তি চমৎকার টিম গেম। আর এই রসায়নের জোরেই পাঠচক্রর বিরুদ্ধে অনায়াস জয় ছিনিয়ে নিল মহমেডান। আজ,মঙ্গলবার নিজেদের মাঠে পাঠচক্রকে ৪-০ গোলে হারিয়ে ভাল জায়গায় মহমেডান। গোল করেছেন ডেভিড, বিকাশ, ব‍্যারেটো এবং সুজিৎ সিং।

এদিন ম‍্যাচের শুরু থেকেই পাঠচক্রর বিরুদ্ধে চাপ রেখেই খেলা শুরু করে মহমেডান। আগের ম‍্যাচের মতোই পাসিং ফুটবল। চারটে, পাঁচটা পাস খেলছে। দুটি উইংয়ের ব‍্যবহারও চমৎকার। মাঝমাঠ থেকে যখন নিজেদের মধ‍্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণে উঠছে তখন দেখতেই ভাল লাগছে। মেহেরাজ-দীপেন্দুরা দলটাকে একটা ছন্দের মধ‍্যে ধরে রেখেছেন। পরপর তিন ম‍্যাচে গোল করলেন মিজোরামের ডেভিড। এদিনও গোলের সংখ‍্যা বাড়াতে পারতেন। তবে তাঁর গোল খিদে অনেক দলের সমস‍্যার কারণ হয়ে দাঁড়াবে।

ব‍্যারেটোকে ম‍্যাচের সেরার পুরস্কার তুলে দিচ্ছেন আইএফএ সহসচিব সুফল গিরি

ডেভিড পরপর তিন ম‍্যাচে গোল করলেও এদিন ম‍্যাচের ৯০ মিনিটে ফুল ফোটালেন বেনস্টোন ব‍্যারেটো। গোয়ার ছেলে, পায়ে যথেষ্ট স্কিল আছে, বল কন্ট্রোলও ভাল। ক্লান্তিহীন ভাবে দৌড়তে পারে। উইথ দ‍্য বল এবং অফ দ‍্য বলেও সমান পারদর্শী। এদিন গোল করালেন, নিজেও একটি গোল করলেন ব‍্যারেটো। বিশেষ করে দ্বিতীয়ার্ধে পাঠচক্রের বক্সে ঢুকে যেভাবে ব‍্যাক হিল করে বিকাশকে দিয়ে গোল করালেন তা মনে রাখার মতো। ম‍্যাচ শেষে ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ব‍্যারেটোই।

ম‍্যাচ জেতার পর ফুটবলার ও সমর্থকদের উল্লাস

পাঠচক্র পরপর চার ম‍্যাচ খেলে চারটিতেই হারল। তবে গত তিন ম‍্যাচে খারাপ খেললেও এদিন যথেষ্ট লড়াই করল পাঠচক্র। মাঠ ভর্তি দর্শকদের সামনে সমানে লড়াই করে গেলেন পাঠচক্রের ফুটবলাররা। মহমেডানের আক্রমণ সামলে প্রতি আক্রমণে উঠে গিয়েছেন। দুই বার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে সুরজিত দিনের সহজ সুযোগ নষ্ট করেন। বড় মঞ্চে অখ‍্যাতদের বিখ‍্যাত হওয়ার আহবান করে। সুরজিৎ ঘোষ সেই আহ্বানে আজ সাড়া দিতে পারেননি।

এখনও পযর্ন্ত মহমেডান যে তিনটি ম‍্যাচ খেললো তার মধ‍্যে ইউনাইটেড স্পোর্টস শক্তিশালী দল ছিল। সিএফসি এবং পাঠচক্র তুলনায় দুর্বল দল। পরপর তিন ম‍্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও আগামী শনিবার কঠিন প্রতিপক্ষ ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলবে মহমেডান। মহমেডানের সেটাই হবে আসল পরীক্ষা।

সাদার্ন-ইউনাইটেড ম‍্যাচের একটি মুহূর্ত

এদিকে প্রিমিয়ার ডিভিশনে আরও চারটি ম‍্যাচ ছিল। সাদার্ন সমিতি অবশেষে জয়ে ফিরল। এদিন ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারায় রঞ্জন ভট্টাচার্যের সাদার্ন। ডায়মন্ডহারবার এফসি ২-০ গোলে হারাল সিএফসিকে। টালিগঞ্জের বিরুদ্ধে ১-০ গোলে জিতল পিয়ারলেস। এরিয়ানকে ২-১ গোলে হারাল ক‍্যালকাটা কাস্টমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here