বোলপুরে শুরু হল ৮ দলীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বোলপুর স্টেডিয়ামে শুরু হয়ে গেল ৮ দলীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার সকাল ৯ টায় শুরু হয়। ৩০ ওভারের খেলায় জয় দিয়ে অভিযান শুরু করল B.Y.T.C (বোলপুর ইয়ুথ টাউন ক্লাব)। তারা V.P.C.A (বিশ্বপরিচয় সিএ)কে হারাল। এদিন টস জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় B.Y.T.C। নির্ধারিত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৩ রান করে বোলপুর। সৌম‍্যজিৎ দাস (৪৭) ও অয়ন রায় (৪৭) রান করে। বোলপুরের জবাবে V.P.C.A নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান করে। অয়ন রায় ৩ উইকেট নিয়েছে। ব‍্যাট ও বলে চমৎকার দক্ষতা দেখিয়ে ম‍্যাচের সেরা অয়ন রায়।

প্রসঙ্গত উল্লেখ্য, চারটি দল করে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ফাইনাল ৫ এপ্রিল। এদিন টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সচিব বিদ‍্যাসাগর সাউ সহ একাধিক কর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here