বৈঠকে গরহাজির এসসি ইস্টবেঙ্গল কর্তারা,পেরোসোভিচের শাস্তি বহাল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মরশুমে নিজেদের সেরা বিদেশি ফুটবলার অ‍্যান্তোনিও পেরোসোভিচের শাস্তি কমানোর আবেদন করেছিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। অথচ যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অ‍্যাপিল কমিটির কর্তারা পেরোসোভিচের শাস্তি নিয়ে বৈঠকে বসলেন তখন সেই বৈঠকে গরহাজির থাকলেন এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। যা এক কথায় চরম অপেশাদারিত্ব। যেখানে কথায় কথায় পেশাদারিত্বের কথা বলে সেখানে এসসি ইস্টবেঙ্গলের কর্তাদের এহেন আচরণ নিয়ে দলের ফুটবলারদের মধ‍্যে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ, কর্তাদের বৈঠকের শুনানির সভায় অনুপস্থিত থাকার কারণে পেরোসোভিচের পাঁচ ম‍্যাচ নির্বাসন বহাল থাকল। সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা। এই জরিমানার টাকা না দিলে আরও একটি ম‍্যাচ নির্বাসনে চলে যাবেন পেরোসোভিচ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর নর্থ-ইস্ট দলের বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল এসসি ইস্টবেঙ্গল। সেই ম‍্যাচে অসুন্তুষ্ট হয়ে রেফারিকে ধাক্কা মারেন পেরোসোভিচ। সঙ্গে সঙ্গে ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি। পরে পেরোসোভিচকে পাঁচ ম‍্যাচ নির্বাসনে পাঠায় শৃঙ্খলারক্ষা কমিটি। তার পরেই পেরোসোভিচের শাস্তি কমানোর জন‍্য অ‍্যাপিল কমিটির কাছে আবেদন করেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। প্রসঙ্গত, এবারের লাল-হলুদ শিবিরে বিদেশিদের মধ‍্যে একমাত্র ভরসা জুগিয়েছিলেন ক্রোয়েশিয়ার পেরোসোভিচ। অথচ দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারকে নির্বাসন থেকে বাঁচানোর জন‍্য শেষ পযর্ন্ত পাশেই থাকলেন না এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার ও অন‍্যতম কর্তা শ্রেনিক শেঠ।

অ‍্যাপিল কমিটির সূত্র থেকে জানা গিয়েছে, আন্তোনিও পেরোসেভিচের শাস্তি কমানোর আবেদন নিয়ে আপিল কমিটি সভা (ভার্চুয়াল) বসেছিল গতকাল (সোমবার)। এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে শুনানির বৈঠকে আসতে বলা হয়েছিল। যথারীতি নিয়ম মেনে,নির্দিষ্ট সময়েই এসসি ইস্টবেঙ্গল কর্তাদের সভার ভার্চুয়াল লিঙ্কও পাঠান অ‍্যাপিল কমিটির সদস‍্যরা। সভায় যোগ দিতে দেরি হওয়ায় শিবাজি সমাদ্দারকে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হয়। শ্রীসিমেন্টের প্রতিনিধি শ্রেনিক শেঠকে আগেই জানানো হয়।

সভা শুরু হয়েছিল সোমবার সন্ধ‍্যা সাড়ে সাতটার সময়। নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর, রাত ৮.১৫ মিনিট নাগাদ এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একটি ফোন করে বৈঠকের অনলাইন লিঙ্কটি পুনরায় পাঠাতে বলেন। ততক্ষনে ৪৫ মিনিট সভা হয়ে গিয়েছে। প্রসঙ্গত, অফিশিয়াল মেইলের মাধ্যমে ফেডারেশনের আপিল কমিটির পক্ষ থেকে অনেক আগেই সেই লিঙ্ক পাঠানো হয়েছিল। চুড়ান্ত অপেশাদার ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ সেই লিঙ্ক খুলে দেখার প্রয়োজন মনে করেনি। সভায় উপস্থিত থাকা সৌরভ কৃপাল, সাভিও মেসিয়াস, তমাল মুখার্জিরা প্রচন্ড বিরক্তি প্রকাশ করেন। শেষ পযর্ন্ত
আপিল কমিটি এসসি ইস্টবেঙ্গল কর্তাদের আবেদন খারিজ করে দেয়। পেরোসোভিচ নিয়ে আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। পাঁচ ম্যাচ নির্বাসন ও এক লক্ষ টাকা জরিমানা। অনাদায়ে আরও একটি ম‍্যাচ নির্বাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here