বৈঠকের আগেই বিক্ষোভ, ভাল দল গড়ার প্রতিশ্রুতি ইমামির

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আগামী মরসুমের জন‍্য ভাল দল গড়ার প্রতিশ্রুতি দিলেন ইমামি গ্রুপের অন‍্যতম কর্ণধার আদিত‍্য আগরওয়াল। আজ,বৃহস্পতিবার বাইপাসের ধারে ইমামি দফতরে জরুরি বৈঠকে বসেছিলেন লগ্নিকারী ও ইস্টবেঙ্গলের কর্তারা। দীর্ঘ আড়াই ঘন্টা বৈঠকের পর দেবব্রত সরকারকে পাশে নিয়ে আদিত‍্য আগরওয়াল জানান,’আমরা এবার ভাল দল গড়ব। নতুন কোচও আনবো। আরও আলোচনার প্রয়োজন আছে। আগামী শনিবার ক্লাবেই আবার আমরা বৈঠকে বসছি। তখন বাকি বিষয় নিয়ে আলোচনা হবে।’

আদিত‍্য আগরওয়াল ও দেবব্রত সরকারের সাংবাদিক সম্মেলন। বৃহস্পতিবার ইমামি দফতরে

গতকাল দেবব্রত সরকার বলেছিলেন, অন‍্যরা যখন ৫০ কোটি টাকার দল গড়ছে সেখানে ইস্টবেঙ্গল ২০ কোটি দল গড়ছে। এভাবে চলতে পারে না। বাজেট বাড়াতে হবে। আপনারা কি টাকার পরিমান বাড়াচ্ছেন? এই প্রশ্নের উত্তরে আদিত‍্য আগরওয়াল বলেন,’টাকা দিয়েই কি সব কিছু হয়? তাহলে তো মোহনবাগান প্রতিবছর চ‍্যাম্পিয়ন হত। আমাদের আরও ভাল দল গড়তে হবে। ফুটবলের ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। আশা করছি ভাল দল গড়তে পারবো।’ তবে আগরওয়াল ভাল দল গড়ার কথা বললেও কখনও ‘অন‍্য’দলের ৫০ কোটি আর নিজেদের ২০ কোটি টাকার দল নিয়ে কোনও মন্তব‍্য করেননি। বরং এড়িয়ে গিয়েছেন।

বৈঠকের আগে ইমামি দফতরের বাইরে ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভ

এদিন বৈঠক শুরুর আগেই বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক ইমামি দফতরের সামনের রাস্তায় গিয়ে ভাল দল গড়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমন ঘটনায় বিরক্ত ইমামি কর্তারা। এই ব‍্যাপারে আদিত‍্য আগরওয়াল বলেন,’এরা ইস্টবেঙ্গলের সাপোর্টার নয়। ইস্টবেঙ্গলের ভাল সাপোর্টার নয়।’ তাঁর কথা শেষ হতেই দেবব্রত সরকার বলে ওঠেন,’এই ব‍্যাপারে উনি নতুন। উনি জানেন না। আসলে ক্লাব ঘিরে সদস‍্য-সমর্থকদের আবেগ থাকবেই। ওদের বোঝাতে হবে। এবার ভাল দল হবে। ব‍্যর্থ হলে হতাশা থেকে এসব করে। আবার সাফল‍্য পেলেই এই সমর্থকরাই উনাদের গলায় মালা পড়িয়ে যাবে। সমর্থকদের নিয়েই তো ক্লাব।’

এদিনের বৈঠকের আরও দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচ স্টিফেন কনস্টানটাইনকে সুপার কাপের পরেই ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কর্তারা। স্টিফেনের পরিবর্তে কে কোচ হবেন তা এখনই জানাতে চাননি কর্তারা। একই সঙ্গে ড্রাফটিংয়ের জন‍্য এফএসডিএলের কাছে আবেদন করে চিঠি দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here