বেসরকারি সংস্থার চাকরি পেলেন ফিফা রেফারি সমর পাল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩১ মে : সরকারি চাকরির অপেক্ষা না করে বেসরকারি চাকরি নিলেন ফিফা রেফারি সমর পাল। গত বছর থেকে করোনার কারণে গোটা দেশের বিভিন্ন বেসরকারি সংস্থায় লক্ষ লক্ষ কর্মী ছাঁটাই হয়েছে। আবার চাকরিতে রেখে দিলেও মাইনেও অর্ধেক করে দিয়েছে বহু কোম্পানি। এই অবস্থায় বেহালার চিত্তরঞ্জন দাস নিজের এস এস এন্টারপ্রাইজ কোম্পানিতে সমর পালকে চাকরি দিলেন। আজ, সোমবার বৃষ্টি মাথায় করেই বন্ধুর বাইকে করে বাগনান থেকে চিত্তবাবুর বেহালার অফিসে দেখা করেন সমর। দীর্ঘক্ষন আলোচনার পর এদিনই সমরের হাতে জয়েনিং লেটার, আই কার্ড তুলে দেওয়া হয়। উল্লেখ্য নতুন এই চাকরিতে ইএসআই ও প্রভিডেন্ট ফান্ডের ব‍্যবস্থা আছে দেখে খুশি সমর পাল।

প্রসঙ্গত উল্লেখ্য, “চাকরি নেই,সবজি বিক্রি করছেন ফিফা রেফারি সমর পাল”- শীর্ষক প্রতিবেদন ‘ইনসাইড স্পোর্টস’ -এ প্রকাশ হতেই বাংলার ফুটবল মহলে সাড়া পড়েছিল। এই খবর দেখেই চিত্তরঞ্জন দাস নিজের কোম্পানিতে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বেহালার শৈলেন মান্না ফুটবল অ‍্যাকাডেমির সচিব গৌতম দাসেরও বড় ভূমিকা আছে।
“আমি নিজে একটা সময় রেফারি ছিলাম। আমি রেফারিদের পরিস্থিতি জানি। আপাতত আমাদের শ‍্যামবাজার শাখায় সমর জয়েন করবে। চাকরি করলেও সমর যাতে ম‍্যাচের অ‍্যাসাইন্টমেন্ট ঠিক ভাবে করতে পারে সেটা আমরা দেখব। যাতে রেফারির কাজটা করতে পারে সেটা মাথায় রেখেই সমরকে তেমনি ডিউটি দেওয়া হচ্ছে। আপাতত কাজ করুক। আমরা ওর পাশেই থাকব। আর আপনাদেরও ধন‍্যবাদ জানাই এমন ঘটনা তুলে ধরার জন‍্য।” ‘ইনসাইড স্পোর্টস’-কে বলছিলেন চিত্তরঞ্জন দাস।

দুদিন আগেও প্রাক্তন ফিফা রেফারি উদয়ন হালদার এই প্রতিবেদককে বলেছিলেন,”সরকারি চাকরি না হলেও আপাতত কাজ চলার মতো যদি কলকাতার বেসরকারি সংস্থার মালিকরা চাকরির ব‍্যবস্থা করে দেন তাহলে প্রতিষ্ঠিত এবং প্রতিভাবান রেফারিরা এগিয়ে যেতে পারবে।” আজ সেটাই ঘটল। ‘ইনসাইড স্পোর্টস’-এর পক্ষ থেকে চিত্তরঞ্জন দাসকে অনেক অনেক অভিনন্দন। তিনিই হয়তো পথ দেখালেন। আশা করা যায়, তাঁর এই উদ‍্যোগ দেখে অন‍্যরাও এভাবে এগিয়ে আসবেন।

অনেকটা যেন চাপ মুক্ত হলেন ফিফা রেফারি সমর পাল। তিনি বলছিলেন,”চিত্তবাবু চাকরি দিয়ে যে ভাবে সাহায‍্য করলেন তা কখনও ভুলতে পারবো না। আর আরও বেশি করে ধন‍্যবাদ জানাই ‘ইনসাইড স্পোর্টস’কে। আপনারা না লিখলে চিত্তবাবুর সঙ্গে যোগাযোগই হত না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here