ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২০ ডিসেম্বর : ‘কুলদাকান্ত শিল্ড’খেলতে দুই দিন আগেই রায়গঞ্জে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। আগামীকাল, বৃহস্পতিবার দুপুরে শিল্ড অভিযান শুরু করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ উত্তর দিনাজপুরের ভূমিপুত্রদের নিয়ে তৈরি রায়গঞ্জ একাদশ। যারা পরপর দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। প্রসঙ্গত, ইস্টবেঙ্গল সেমিফাইনাল থেকেই ‘কুলদাকান্ত শিল্ড’ অভিযান শুরু করছে।
কলকাতা লিগের কোচ বিনু জর্জ এখন ইস্টবেঙ্গলের আইএসএলের সঙ্গে যুক্ত থাকায় দলের সঙ্গে রায়গঞ্জ যেতে পারেননি। কোচের দায়িত্বে আছেন অর্চিষ্মান বিশ্বাস। ম্যাচ খেলতে নামার একদিন আগে ফোনে ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান ‘ইনসাইড স্পোর্টস’কে জানান,”এখানকার পরিবেশ ভাল। তবে, যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠটা বেশ শক্ত। মাঠের মাঝখানে ক্রিকেট পিচ রয়েছে। পিচের জায়গায় ফুটবলারদের স্কিট করে যাওয়ার সম্ভাবনা থাকছেই। এটাই চিন্তা। বাকি সব ঠিক আছে। তবে এটা অজুহাত নয়। আশাকরছি ভাল ফুটবল খেলবে দলের ছেলেরা।”
ইস্টবেঙ্গলের আবেদনে মাঠ নরম করার জন্য আজ,বুধবার সন্ধ্যায় জল দেওয়া হয়েছে। এই বিষয়ে সংগঠক টাউন ক্লাবের সচিব অরিজিৎ ঘোষ জানান,”ইস্টবেঙ্গল কোচের সঙ্গে মাঠ নিয়ে আমাদের কথা হয়েছে। জল দিয়ে যতদুর সম্ভব মাঠ নরম রাখার চেষ্টা করছি। আশাকরি কাল খেলতে সমস্যা হবে না।”
ইস্টবেঙ্গলের মতো দল জেলার টুর্নামেন্ট খেলতে গিয়েছে। তাই নিয়ে মোহনবাগান জনতা টিপ্পনিও কাটছে। চ্যাম্পিয়ন হলেও ক্রেডিট পাবেন না। আবার হারলে সমালোচনার ঝড় উঠবেই। এটা কি দলের ফুটবলারদের উপর আলাদা চাপ সৃষ্টি করেছে? প্রশ্নের উত্তরে ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান জানান,”দেখুন, এই সব যে হবেই আমরা জানি। তার জন্য আমরা চাপে নেই। এই দলটাই ইস্টবেঙ্গলের ডেভেলপমেন্ট দল। এটাই সাপ্লাই লাইন। কলকাতা লিগে খেলেছে এই দল। উন্নতমানের, পরিচিত টুর্নামেন্ট খেলে ছেলেদের ম্যাচ প্র্যাকটিসে রাখাটাও আমাদের লক্ষ্য। তবে ইস্টবেঙ্গল যেখানে খেলুক না কেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। কাজেই রায়গঞ্জে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ইস্টবেঙ্গল মাঠে নামবে।” কোচ অর্চিষ্মানের সঙ্গে দলের গোলরক্ষক কোচ হিসেবে রায়গঞ্জে গিয়েছেন প্রাক্তন ফুটবলার অরিন্দম ঘোষ। অন্যদিকে, সংগঠকদের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে ইস্টবেঙ্গল শিবির।
এদিকে,বুধবার রাজ্য সরকারের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি দ্বিতীয় ম্যাচে হেরে গিয়ে কুলদাকান্ত শিল্ড থেকে বিদায় নিল। আজ,আর,টি,সি দল ১-০ গোলে হারাল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে। এই নিয়ে কলকাতার তিন তিনটি দল ভিক্টোরিয়া স্পোর্টিং,ওয়েষ্ট বেঙ্গল পুলিশ ও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি কুলদাকান্ত শিল্ড থেকে বিদায় নিল।