ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৩ নভেম্বর,কলকাতা : বুধবার (২৪ নভেম্বর ) থেকে শুরু হতে যাচ্ছে ১২৪ তম আইএফএ শিল্ড। ইস্টবেঙ্গল মাঠে গতবারের চ্যাম্পিয়ন রিয়েল কাশ্মীর ও ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ দিয়ে এবারের শিল্ড শুরু হচ্ছে।
মোট ১৬ দল নিয়ে শিল্ড হচ্ছে। তিনটি ক্লাব দল নিয়ে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। অর্থাৎ গ্রুপ লিগে ১২ টা দল খেলবে। আর এবারের কলকাতা লিগ কাম নকআউট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা মহমেডান স্পোর্টিং, জর্জ টেলিগ্রাফ,রেলওয়ে এফসি এবং ইউনাইটেড স্পোর্টস সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে। ৮ ডিসেম্বর থেকে শুরু কোয়ার্টার ফাইনাল। ১২ ডিসেম্বর দুটি সেমিফাইনাল ও ফাইনাল ১৫ ডিসেম্বর।
এবারের শিল্ডে উল্লেখিত চার দল ছাড়াও যে সব ক্লাব দল অংশ নিচ্ছে তারা হল –
◆ (গ্রুপ – এ) — রিয়েল কাশ্মীর, ইন্ডিয়ান অ্যারোস, ক্যালকাটা কাস্টমস
◆(গ্রুপ – বি) — হায়দরাবাদ এফ সি, পিয়ারলেস, এরিয়ান
◆ (গ্রুপ – সি) — গোকুলম এফ সি, বিএসএস স্পোর্টিং, খিদিরপুর স্পোর্টিং ক্লাব
◆ (গ্রুপ – ডি) — শ্রীনিধি এফ সি, সাদার্ন সমিতি, ভবানীপুর ক্লাব
এবারের শিল্ডের ম্যাচ গুলি হবে ইস্টবেঙ্গল, কল্যাণী ও নৈহাটি স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনাল কোন মাঠে হবে তা আইএফএ পরে ঘোষণা করবে। শিল্ডের মোট ১২ টা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে কলকাতা টিভি। এমনটাই আইএফএ থেকে জানা গিয়েছে।