◆সন্দীপ দে◆ ৩ ডিসেম্বর
কলকাতার গড়ের মাঠে আজ পযর্ন্ত যা হয়নি আগামীকাল, বুধবার সেটাই হতে চলেছে। বড় ধরনের অঘটন না ঘটলে বুধবার দুপুরে কবাডি তাঁবুতে বেদখল উচ্ছেদ হতে চলেছে। যা হলে হবে নজিরবিহীন ঘটনা। ২০১৩ সাল থেকে অবৈধ অ্যামেচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া (স্টেট ইউনিট) সংস্থা কবাডি তাঁবু দখল করে রেখেছে। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জি ও বাবুন ব্যানার্জি এই অবৈধ সংস্থার প্রধান হয়ে ময়দানের কবাডি তাঁবু দখল করে রেখেছিলেন। এবার সেই বেদখল মুক্ত করতে বুধবার দুপুরে আইনি সাহায্য নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হবে। যার অর্থ গড়ের মাঠে ‘বাবুন হটাও’ অভিযানের ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল।
প্রসঙ্গত উল্লেখ্য, বহু বছর ধরে রাজ্য কবাডির দুই সংস্থা নিয়ে ঝামেলা চলছিলই। রাজ্য কবাডিতে আসল সংস্থা হল ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন। কিন্তু জবর দখল করে রেখেছিল অ্যামেচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া (স্টেট ইউনিট)। যার কোনও সরকারি স্বীকৃতিই নেই। এই মর্মে ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন মামলা করে। ৬ বছর আগে সেই মামলায় জিতেও যায় ওয়েষ্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন। সেই সময় আবার এই অবৈধ অ্যামেচার কবাডি সংস্থার সভাপতি ছিলেন মন্ত্রী সুব্রত মুখার্জি। আদালতের রায়ে জিতলেও কোনও অজ্ঞাত কারণে ওয়েষ্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন তাঁবুতে ঢুকতে পারেনি। পরে সুব্রত মুখার্জির মৃত্যুর হলে সেই পদে বসেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ওরফে স্বপন ব্যানার্জি। তিনিও অবৈধভাবেই তাঁবু দখল করেছিলেন বলে অভিযোগ। তবে এবার আর কবাডি তাঁবুতে থাকতে পারবেন না তিনি। কারণ, আদালতের সেই পুরনো রায় নিয়ে বুধবার পুলিশ নিয়ে বাবুনদের অ্যামেচার কবাডি সংস্থাকে তাঁবু থেকে উচ্ছেদ করতে চলেছে।
আসলে এই বেদখল উচ্ছেদ বাবুন ব্যানার্জির উচ্ছেদ হিসেবেই ধরা হচ্ছে। কয়েক মাস আগে বেঙ্গল হকি সংস্থা থেকে বাবুনকে সরিয়ে মন্ত্রী সুজিত বসুকে সভাপতি করা হয়েছে। গত ২৯ নভেম্বর বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদের নির্বাচনের লড়াইয়ে হেরে যান বাবুন। এবার কবাডি তাঁবু থেকেও বাবুন উচ্ছেদ হতে চলেছে। পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে কোনও এক ‘অদৃশ্য শক্তি’ কলকাতার গড়ের মাঠ থেকেই ‘বাবুন হটাও’ অভিযান শুরু করে দিয়েছে। বুধবার বিকেলে ওয়েষ্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের কর্তারা এক সাংবাদিক সম্মেলনও করবেন।