বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে CSJC তে শুরু মহিলা ফুটবল স্কুল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ক্রীড়া সাংবাদিক মানেই শুধু লেখায়, ফটোগ্রাফি, সংবাদ সংগ্রহর মধ‍্যেই আটকে থাকলে হবে না। সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু কাজও করা প্রয়োজন। এই ভাবনা থেকেই CSJC (ক‍্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব) শুরু করল মহিলা ফুটবল স্কুল। যার পুরো দায়িত্বে আছেন ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত শান্তি মল্লিক। এমন একটা দিনে এই প্রয়াস শুরু হল যেদিন (মঙ্গলবার) বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।

মঙ্গলবার, বিকেলে ক‍্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে এই ফুটবল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। উপস্থিত ছিলেন রাজ‍্যের মন্ত্রী ও ক্রীড়াপ্রেমী সুজিত বসু, আইএফএ-এর সচিব অনির্বান দত্ত,এক্সিকিউটিভ সচিব সুফল গিরি, সহসচিব রাকেশ (মুন) ঝাঁ, মহমেডান ক্লাবের সচিব ইস্তিয়াক (রাজু) আহমেদ এবং প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। আর ছিলেন এই ফুটবল স্কুলের প্রধান পৃষ্ঠপোষক ব‍্যানিয়ন ট্রি’র কর্ণধার প্রবীর রায় চৌধুরী।

CSJC এর সংস্করণের পর এই প্রথম ক্লাব তাঁবুতে এলেন মন্ত্রী সুজিত বসু। তিনি আপ্লুত। আরও বেশি করে খুশি হয়েছেন, ক্রীড়া সাংবাদিকদের দৈনন্দিন কাজের চাপ সামলে মহিলাদের ফুটবল স্কুল শুরু করার জন‍্য। সুজিতবাবু বলেন,”আমি রাজনীতির সঙ্গে যুক্ত হলেও আদতে আমি খেলা পাগল মানুষ। এই গড়ের মাঠেই পটাদার কাছে ফুটবলের তালিম নিয়েছিলাম। ফুটবলার তুলে আনার প্রয়াসকে আমি সব সময় স্বাগত জানাই। আজ কলকাতার ক্রীড়া সাংবাদিকরা যে ভাবে মহিলাদের ফুটবল স্কুল শুরু করলেন তার জন‍্য ধন‍্যবাদ জানাই। ক্রীড়া সাংবাদিকদের এই প্রচেষ্টায় আমি সব রকম ভাবে পাশে আছি, পাশে থাকবো।”

আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই উদ‍্যোগকে সাধুবাদ জানাই। আমি পাশে আছি। এই ফুটবল স্কুল বাংলার ফুটবলে নতুন মাত্রা এনে দেবে।” প্রসঙ্গত আপাতত অনূর্ধ্ব -১৩ ফুটবলারদের নিয়ে কাজ শুরু হল। CSJC এর সভাপতি সুভেন রাহা বলেন,”সাংবাদিকদের শুধু খবর পরিবেশন করার মধ‍্যে আটকে থাকলে হবে না। সামাজিক দায়িত্বও আছে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ফুটবল স্কুলের প্রয়াস।”

যিনি CSJC ক্লাব তাঁবুটা খোলনোলচে পাল্টে দিয়েছেন সেই ব‍্যানিয়ন ট্রি-এর কর্ণধার প্রবীর রায় চৌধুরী বলেন,”গত দুই বছর ধরে এই ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে আছি। ভবিষ‍্যতেও থাকবো। ভাল কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে।”

এদিকে, মঙ্গলবার CSJC তে ক্রীড়া সাংবাদিকদের স্বাস্থ‍্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শরীরের বিভিন্ন পরীক্ষা করে চার্নক হাসপাতাল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here