বিশ্ব অ‍্যাথলেটিক্সে রুপো জিতলেন নীরজ চোপড়া

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বিশ্ব ক্রীড়ায় ভারতকে ফের তুলে ধরলেন নীরজ চোপড়া। রবিবার সকালে বিশ্ব অ‍্যাথলেটিক্স চ‍্যাম্পিয়নশিপে জ‍্যাভলিনে রুপো জিতলেন পানিপথের ছেলে অলিম্পিক সোনা জয়ী নীরজ। তিনি ৮৮.১৩ মিটার বর্শা ছুড়ে রুপো জিতলেন। অলিম্পিক, ডায়মন্ড লিগের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতে ধারাবাহিক ভাবে দেশের মুখ উজ্জ্বল করছেন নীরজ।

রুপো জয়ের পর নীরজ চোপড়া

১৯ বছর আগে ভারতের অ‍্যাথলিট অঞ্জুববি জর্জ এই বিশ্ব অ‍্যাথলেটিক্স চ‍্যাম্পিয়েনশিপে পদক জিতেছিলেন। তারপর নীরজের হাত ধরে ১৯ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পদক জিতল ভারত । এমন এক ঐতিহাসিক মুহূর্তে অঞ্জুববি জর্জ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “নীরজ চোপড়া ভারতের সেরা অ‍্যাথলিট। তাঁর সাফল‍্য নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। নীরজকে আমার অনেক শুভেচ্ছা।”

প্রতিযোগিতার একটি মুহূর্ত

নীরজের এই রুপো জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীরজের রুপো জয়ের পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লেখেন, “দেশের অন্যতম সেরা অ্যাথলিটের বিরাট কীর্তি। বিশ্ব অ‍্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে রুপোর পদক জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। ভারতের ক্রীড়াক্ষেত্রে এক বিশেষ মুহূর্ত । আগামীদিনের জন্য শুভেচ্ছা রইল ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here