বিশ্বরূপের বিস্ময় ভাবনা,বৌবাজারে ‘ইডেনে’ হাজির ক্রিকেটার,প্রশাসকরা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : তিনি বরাবরই খুব ভাল সংগঠক। ছাত্র রাজনীতি করা থেকে শুরু। পরে রাজ‍্য ক্রিকেটের নিয়ামক সংস্থার (সিএবি) গুরুত্বপূর্ণ পদ সামলানো, ইন্ডিয়া টিমের ম‍্যানেজার হওয়া এবং প্রয়াত জগমোহন ডালমিয়ার অন‍্যতম শিষ‍্য বিশ্বরূপ দে। তিনি জেলার ক্রীড়া সংগঠনের সঙ্গেও দারুণভাবে যুক্ত। বিশ্বরূপ এখন সিএবি-র কোনও পদে নেই। তিনি তৃণমূলের কাউন্সিলর হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আর দ্বিতীয় ইনিংসে ‘ব‍্যাট’ করতে নেমেও ‘রান’-এর মধ‍্যেই আছেন বিশ্বরূপ।

সেই বিশ্বরূপ দে,এবারের দূর্গা পুজোয় তাঁর বিস্ময় ভাবনা বাস্তবায়িত করে তাক লাগিয়ে দিয়েছেন। বৌ বাজারের ৩৩/২ শশীভূষন দে স্ট্রিটের ছোট্ট একফালি জায়াগায় তৈরি করে ফেলেছেন আস্ত ইডেন গার্ডেন। ৪৮ নম্বর ওয়ার্ডের ৫০ বছরে পা রাখা উমেশ স্মৃতি সংঘের দূর্গা পুজোর থিম ইডেন ও বিশ্বকাপ ক্রিকেট।

এমন এক অভিনব থিম পুজোর উদ্বোধনে সাক্ষী থাকলেন প্রাক্তন ক্রিকেটার সস্ত্রীক অরুণ লাল,ঝুলন গোস্বামী। ক্রিকেট প্রশাসক হিসেবে ছিলেন জগমোহন ডালমিয়ার সুযোগ‍্য সন্তান ও আইপিএল কাউন্সিল কমিটির সদস‍্য অভিষেক ডালমিয়া, সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি,কোষাধ‍্যক্ষ‍ প্রবীর চক্রবর্তী, যুগ্ম সচিব দেবব্রত দাস।

বৌবাজারের ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টপেজ থেকে এক মিনিটের দুরত্বে শশীভূষণ স্ট্রিটের সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গড়ের মাঠের ইডেন। বর্তমান ইডেনের সামনে যেমনটা আছে এই পুজো মন্ডপেও অবিকল সেটাই আছে।

ইডেনে রাহুল দ্রাবিড় -ভিভিএস লক্ষ্মণের সেই অমর ইনিংস,সৌরভ গাঙ্গুলির আঁতুর ঘরে সিদ্ধিলাভের (পড়ুন শতরান) মুহূর্ত, ধোনির টি-২০ বিশ্বকাপ জয় সহ ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে জয়ী দলের অধিনায়ক স্টিভ ওয়ার হাতে তুলে দিচ্ছেন আইসিসির তৎকালীন সভাপতি জগমোহন ডালমিয়া। মন্ডপের সামনে,অস্থায়ী মঞ্চের পাসে এলইডিতে চলছে লাইভ বিশ্বকাপের ম‍্যাচ। যারা ক্রীড়াপ্রমী তারা ঠাকুর দেখার পাশাপাশি ক্রিকেটের ম‍্যাচও লাইভ দেখার সুযোগ পাবেন। রথ দেখা, কলা বেচা – দুটোই হবে। সব মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ক্রিকেটের আবহ চোখে পড়ার মতো।

বিশ্বরূপের বিস্ময় ভাবনা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অভিষেক ডালমিয়া। তিনি বক্তব‍্য রাখতে গিয়ে বলেন, “আমাদের কাছে ইডেন হল ক্রিকেটের মন্দির। আর এই মন্দিরে মায়ের পুজো হবে। এই যুগলবন্দী অসাধারণ। এমন একটা থিম ভেবে বাস্তবায়িত করার জন‍্য বিশ্বরূপদাকে অসংখ‍্য ধন‍্যবাদ জানাই।”

মুগ্ধ হয়েছেন স্নেহাশিস গাঙ্গুলি,প্রবীর চক্রবর্তী থেকে অরুণ লাল, ঝুলন গোস্বামীরাও। এমন এক চমৎকার থিম দেখে বিশ্বরূপের প্রশংসা করে গেলেন ওঁরা। শুধু কলকাতার ক্রিকেট প্রশাসরা নয়, জেলার কর্তারাও ‘ইডেন ও বিশ্বকাপ ক্রিকেট’ থিম পুজো চাক্ষুস করে গেলেন। মঙ্গলবার বিকেলে বীরভূম জেলা ক্রীড়া সংস্থার অন‍্যতম কর্তা ও সিএবির অ‍্যাপেক্স কাউন্সিল সদস‍্য সুশান্ত ব‍্যানার্জি ও দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অন‍্যতম কর্তা ও সিএবির সাব কমিটির (জেলা) চেয়ারম‍্যান গৌতম গোস্বামী, মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সচিব ও আইএফএ-এর সহসভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি বৌবাজারে ‘ইডেন’দেখে তাঁরাও মুগ্ধ।

পুজোতে হঠাৎ থিমের ভাবনা কেন? এই প্রশ্নের উত্তরে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিএবির প্রাক্তন কর্তা বিশ্বরূপ দে ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। ইডেনে এত গুলো ম‍্যাচ। এমন এই পরিস্থিতে পুজোর থিমে ইডেন ও বিশ্বকাপ ক্রিকেট ছাড়া ভাবতেই পারিনি। যারা ঠাকুর দর্শণ করবেন তারা চায়লেই বিশ্বকাপের লাইভ ম‍্যাচের স্কোরও দেখে নিতে পারবেন। আয়োজনের খামতি নেই। আজ ভাল লাগছে,আমাদের প্রয়াসে সিএবির কর্তারা এসেছেন। ক্রিকেটাররা সাক্ষী থাকলেন। তাঁদের প্রত‍্যেককে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন‍্যবাদ জানাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here