ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অঘটন। হ্যাঁ, বিশ্বকাপের দ্বিতীয় দিনেই অঘটন ঘটিয়ে দিল সৌদি আরব দল। মেসির গোলে পিছিয়ে গিয়েও ২-১ গোলে আর্জেন্তিনাকে হারিয়ে দিল সৌদি আরব। প্রসঙ্গত উল্লেখ্য,অতীতেও একাধিকবার হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। এটাই প্রথম নয়।
এমনটা ঘটবে ভাবেননি কেউ। ম্যাচের দশ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। তারপরও আরও তিন-তিনটি গোল করে আর্জেন্টিনা। কিন্তু তিনটি গোলই বাতিল হয়ে যায় অফসাইডের জন্য।
দ্বিতীয়ার্ধের শুরুটা ভাল করতে পারেনি আর্জেন্তিনা। ৪৮ মিনিটের মাথায় সালে আলশেহরি গোল করে সৌদিকে সমতা ফেরান। পাঁচ মিনিটের মধ্যে সালেম আলদাওশেরি গোল করে ২-১ গোল এগিয়ে দেন।
পরে আক্রমণ বাড়িয়েও আর গোলটা করতে পারেননি মেসিরা। সৌদির গোলরক্ষকের অসাধারণ কিছু সেভ আর্জেন্টিনাকে শেষ পযর্ন্ত মাথা নিচু করেই মাঠ ছাড়তে হল। প্রথম ম্যাচে হেরে চাপে পড়ে গেল মেসিরা। আর সৌদির কাছে এই জয় তো বিশ্বকাপ জয়ের সমান।