ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলার বিভিন্ন গ্রামে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন সাঁতারুদের পাশে রাজ্য প্যারা সুইমিং অ্যাসোসিয়েশন। অনেক প্রতিভাবান সাঁতারু এই বাংলায় আছে। সেই সব প্রতিভাদের তুলে আনাটাই লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আসন্ন ৩৭ তম ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলা থেকে যাচ্ছেন ৩৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন। এই ৩৭ জনের মধ্রে ৮ জন মহিলা। ২৫ -২৭ মার্চ এই প্রতিযোগিতা হবে রাজস্থানের উদয়পুরে।
বুধবার কলকাতা প্রেস ক্লাবে ন্যাশনাল খেলতে যাওয়া বিশেষ চাহিদা সম্পন্ন সাঁতারুদের সংবর্ধনা জানাল প্যারা সুইমিং অ্যাসোসিয়েশনের কর্তারা। তাঁদের সংবর্ধনা দেওয়া ছাড়াও খেলার যাবতীয় সরঞ্জাম তুলে দেওয়া হল।
খেলোয়াড়দের জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন সংস্থার সচিব আদিত্য ডালমিয়া ও বৈশালী ডালমিয়া।
জগমোহন ডালমিয়ার নাতি আদিত্য বলন, “আমাদের উচিৎ, প্যারা সুইমারদের গুরুত্ব দেওয়া।”বৈশালী ডালমিয়া বলেন,”বাংলা থেকে অনেক প্রতিভা এবার ন্যাশনালে যাচ্ছে। আশাকরি বাংলার মুখ উজ্জ্বল ওরা। আমি প্রত্যেককে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।”