ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৪ জুলাই :অলিম্পিকের মঞ্চ থেকে গোটা বিশ্বের সামনে বিশাল ভারতকে তুলে ধরলেন
মীরাবাঈ চানু। তাঁর হাত ধরেই টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনেই ভারতের ঘরে এল পদক। ভারোত্তলনের ৪৯ কিলো বিভাগে রুপোর পদক জিতলেন ভারোত্তলক মীরাবাঈ।
প্রসঙ্গত, ২০০০ সালে প্রথম মহিলা হিসেবে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতের কর্নম মালেশ্বরী। ২০ বছর পর মালেশ্বরীকেও ছাপিয়ে গেলেন মণিপুরীর মেয়ে ভারোত্তোলক। ভারোত্তোলনে দেশের এটিই হল দ্বিতীয় অলিম্পিকস পদক।
মণিপুরের ইম্ফলের নংবক কাকচিং গ্রামে ১৯৯৪ সালে ৮ অগস্ট জন্ম চানুর। অভাবের সংসার থেকে উঠে এসেছেন। ২০১৬ অলিম্পিকে অংশ নিয়েও চোটের কারণে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছিল মীরাবাঈকে। চোটের কারণে অনেকেই ধরে নিয়েছিলেন তাঁর কেরিয়ার শেষ। তিনিও একটা সময় হতাশায় ভুগতেন। পরে সব প্রতিকূলতা কাটিয়ে টোকিও অলিম্পিকে বাজিমাত করলেন মীরাবাঈ।
এদিকে প্রথমবার অলিম্পিকে অংশ নিয়ে নজর কাড়লেন বাংলার মেয়ে সুতীর্থা মুখার্জি। টেবিল টেনিসের সিঙ্গলসের প্রথম রাউন্ড জিতলেন সুতীর্থা৷ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে সবাইকে চমকে দিয়েছেন। প্রথম রাউন্ডের ম্যাচে হারিয়ে দেন সুইডেনের লিন্ডা বার্জসস্ট্রোমকে। ম্যাচের ফলাফল ৫-১১, ১১-৯, ১১-১৩, ৯-১১, ১১-৩, ১১-৯, ১১-৫ ৷ সুতীর্থা ছাড়াও মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ড জিতেছেন মণিকা বাত্রা ৷
বিশ্ব ক্রমতালিকায় ৮০ নম্বরে রয়েছেন সুইডেনের লিন্ডা বার্জসস্ট্রোম ৷ নিজের থেকে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বিপক্ষের বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি সুতীর্থার। ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় অসাধারণ কামব্যাক করেন ৷ সেখান থেকে ম্যাচ জিতলেন ৪-৩ ব্যবধানে ৷