বিদেশিহীন লিগ▪বাংলার স্বার্থে স্পনসরকে বোঝাতে হবেঃ কল‍্যাণ

0

◆তপসিয়ার অ‍্যালকভ রিজেন্সিতে বৈঠকের পর এআইএফএফ সভাপতি কল‍্যাণ চৌবে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৭মে : বিদেশি ফুটবলার ছাড়া লিগ করতে হলে স্পনসর,টিভি রাইটস কর্তৃপক্ষকে বোঝাতে হবে। এমনটাই জানালেন এআইএফএফ সভাপতি কল‍্যাণ চৌবে। আজ,সকাল এগারোটায় তপসিয়ার অ‍্যালকভ রিজেন্সির ১৭ তলায় আইএফএ-এর সচিব অনির্বান দত্ত,সভাপতি অজিত ব‍্যানার্জির সঙ্গে এআইএফএফ সভাপতি কল‍্যাণ চৌবে ও সচিব সাজি প্রভাকরণ দেড় ঘন্টার বৈঠক করেন। আইএফএ-এর সচিব,সভাপতি ছাড়াও ছিলেন সকল অফিস বেয়ারার্সরা।

দেড় ঘন্টার বৈঠকে বাংলার ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। যেমন, এই বছর আপাতত পাঁচটি জেলা নিয়ে অনূর্ধ্ব-২৩ চ‍্যাম্পিয়নশিপ করার প্রস্তাব দিয়েছেন এআইএফএফ সভাপতি কলাণ চৌবে। এই চ‍্যাম্পিয়নশিপ করার জন‍্য খরচ ফেডারেশনই বহন করবে। স্পোর্টস ক‍্যালেন্ডার করার আগে আইএফএকে একটা স্লটও দিচ্ছে ফেডারেশন। তবে সেটা আগামী বছর থেকে। পাশাপাশি আইএফএ-এর যে মাঠ আছে (ময়দানের বাস্কেটবল তাঁবুর পিছনে) সেটা নতুন করে তৈরি করার জন‍্য আইএফএ এবং এআইএফএফ যৌথ ভাবে কাজ করবে। এছাড়াও বাংলার তৃণমূল স্তরের ফুটবল উন্নয়নের জন‍্য আলোচনাও করেন ফেডারেশন ও আইএফএ কর্তারা।

কয়েক মাস আগে আইএফএ কর্তাদের সঙ্গে কল‍্যাণ (ফাইল ছবি)

কল‍্যাণ চৌবে ‘ইনসাইড স্পোর্টস’কে বলেন,” আইএফএ-এর সঙ্গে বৈঠক খুব ভাল হয়েছে। তাঁরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। আমরা বাংলার ফুটবল উন্নয়নের জন‍্য সবরকম ভাবে পাশে থাকব।” তিনি আরও বলেন, “এবার থেকে বিদেশিহীন ফুটবল লিগ হবে। তার জন‍্য বাংলার ফুটবলারের সাপ্লাই লাইন তৈরি করার জন‍্য আইএফএকে বলেছি তাদের পছন্দমতো পাঁচটি জেলা নিয়ে অনূর্ধ্ব-২৩ চ‍্যাম্পিয়নশিপ করতে। ফেডারেশন আর্থিকভাবে সাহায‍্য করবে। এই জেলা চ‍্যাম্পিয়নশিপ করলে বহু বাঙালি ফুটবলার উঠে আসবে।”

কিন্তু শুধু পাঁচটি জেলা কেন? অন‍্য জেলাগুলো তো বঞ্চিত হবে। উত্তরে ফেডারেশন সভাপতি কল‍্যাণ চৌবে বলেন,”সময়ের ব‍্যাপার আছে। এই বছর পাঁচটা হোক। পরের বছর জেলার সংখ‍্যা বাড়ানো হবে। সমস‍্যা হবে না।” আইএফএ সচিব অনির্বান দত্ত এক সপ্তাহ আগে বলেছিলেন, তাঁরা বিদেশিহীন লিগই করতে চান। কিন্তু যদি স্পনসর বা টিভি রাইটস কর্তৃপক্ষ রাজি না হয় তাহলে অন‍্য পদক্ষেপ করতে হবে। প্রশ্ন হল, যদি স্পনসর বিদেশিহীন লিগে রাজি না হয় আর আইএফএ যদি ফেডারেশনকে বিবেচনা করতে বললে শুনবেন? জবাবে কল‍্যাণ চৌবে বলেন,”দেখুন, এআইএফএফ বিদেশিহীন লিগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কলকাতা লিগে যারা স্পনসর করবে তাদের ব‍্যবসা বাংলাতেই। তাদের ব‍্যবসায়িক স্বার্থে,বাংলার ফুটবলের স্বার্থে স্পনসরদের এগিয়ে আসতে হবে। বিদেশিহীন লিগ করতে যদি স্পনসররা বাধা দেয় তাহলে স্পনসরদের আইএফএকে বোঝাতে হবে।”

বাংলার ফুটবল মহলকে আপনি কি কোনও উপহার দিতে চলেছেন? যদি উপহার দেওয়ার কথা ভেবে থাকেন তবে সেটা কি? কল‍্যাণ বলেন,”আপাতত জেলার অনূর্ধ্ব-২৩ চ‍্যাম্পিয়নশিপটাই উপহার ভাবুন। কারণ আগে ফুটবলারদের তৈরি করতে হবে। এছাড়াও ট‍্যালেন্ট ডেভেলপমেন্ট নিয়ে আইএফএ কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা আজ করেছি।”

এই ব‍্যাপারে বৈঠকের শেষে আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি বলেন,”আমি গত চার-পাঁচ বছর থেকেই বলে আসছি,বিদেশি ফুটবলার ছাড়া লিগ হোক। আমাদের সচিব স্পনসর নিয়ে যে যুক্তি দিয়েছেন সেটাও ফেলে দেওয়ার নয়। তবে আমাদের আশা স্পনসরদে বোঝাতে পারব।” আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”ফেডারেশন সভাপতি,সচিবের সঙ্গে খুব ভাল বৈঠক হয়েছে। আশাকরি সমস‍্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও আমাদের বেশ কিছু প্রস্তাব ফেডারেশন সভাপতি বাস্তবায়িত করবেন। যেমন, আমরা বলেছি স্পোর্টস ক‍্যালেন্ডার করার আগে আমাদের একটা স্লট দিক। ফেডারেশন সভাপতি সেটা করে দেবেন বলেছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here