◆সাংবাদিক সম্মেলনে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত ব্যানার্জি ও সচিব অনির্বান দত্ত। শনিবার আইএফএ অফিসে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বিদেশিহীন ফুটবল লিগে আইএফএ আদৌ কোনও স্পনসর পাবে কিনা এই নিয়ে গোটা ময়দানে আশঙ্কা ছিলই। অবশেষে সেই আশঙ্কা দুর করলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। আজ,শনিবার এক সাংবাদিক সম্মেলন করে আইএফএ জানিয়ে দিল, এবারের কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের জন্য যুক্ত হল আয়ারল্যান্ডের ‘insports.tv চ্যানেল। এটি একটি ডিজিটাল মাধ্যমে বহুল জনপ্রিয়। মাদার কোম্পানি ‘ইনস্ট্যাট।’ এই বিদেশি কোম্পানিকে প্রিমিয়ার লিগের কমার্সিয়াল রাইটস দিয়ে দিয়েছে আইএফএ। বিনিময়ে মোটা অঙ্কের টাকা আইএফএ এই আয়ারল্যান্ডের কোম্পানির কাছ থেকে পাচ্ছে। একই সঙ্গে এই কোম্পানির ডিজিটাল মাধ্যম insports.tv লিগের (প্রিমিয়ার ডিভিশন) যাবতীয় ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
তবে এই ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে আইএফএ অভিনব পদক্ষেপ করেছে। এখন ডিজিটালের সময় চলছে। সেটাকে মাথায় রেখেই এই পদক্ষেপ। এবারের প্রিমিয়ার ডিভিশনে মোট ১৯৯ টি ম্যাচ হবে। এই ১৯৯ ম্যাচ দেখার জন্য insports.tv সাবস্ক্রিপশনের ব্যবস্থা রাখছে। একজন দর্শক খেলা দেখতে চাইলে ১৯৯ টাকা দিয়ে প্যাকেজে সাবসক্রিপশন নিলে লিগের সব ম্যাচ তো দেখতে পাবেই,পাশাপাশি ম্যাচের হাইলাইটসও দেখার সুযোগ থাকছে।
আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”আমরা কয়েকটা টিভি চ্যানেলের সঙ্গেও কথা বলেছিলাম। কিন্তু তারা লিগের সব ম্যাচ দেখাতে রাজি ছিল না। আমরা চেয়েছিলাম সব ম্যাচ সম্প্রচার হোক। সেখানে এই insports.tv লিগের ১৯৯ ম্যাচ দেখাতে রাজি হয়েছে। আরও সুবিধা হয়েছে তা হল, লিগের কমার্সিয়াল রাইটসটাও ওরা নিয়েছে। ওরা যা টাকা দিচ্ছে তাতে লিগের পুরো খরচ এসে যাচ্ছে। আমাদের নতুন করে স্পনসর খোঁজার জন্য দৌড়তে হবে না।” তিনি জানান, আয়ারল্যান্ডের এই কোম্পানির সঙ্গে এক বছরের চুক্তি করেছে আইএফএ।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ডায়মন্ড হারবার ও সাদার্ন সমিতির ম্যাচ দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। ম্যাচটি হবে সন্তোষপুরের কিশোর ভারতীতে। সন্ধ্যা ৬ টায় এক অনুষ্ঠানের আয়োজনও করেছে আইএফএ। থাকছে লেজার শো। ম্যাচ শুরু সন্ধ্যা ৭ টায়।