◆স্পেনকে হারানোর পর উল্লাস জাপানের◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : একদিকে এশিয়ার ফুটবলকে তুলে ধরল জাপান। একই সঙ্গে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। পরপর দু’টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল জার্মানিকে। যা বিশ্ব ফুটবলে বড় অঘটন তো বটেই।
বৃহস্পতিবার আল বায়েত স্টেডিয়ামে কোস্টারিকাকে ৪-২ গোলে হারালেও গোল পার্থক্যে ছিটকে গেল লড়াকু দল জার্মানি। গ্রুপ লিগের তিনটি ম্যাচের মধ্যে একটি হার,একটি ড্র এবং একটি জয়ের পর ৪ পয়েন্ট হয় জার্মানির। স্পেনও শেষ করে ৪ পয়েন্টে। কিন্তু গোল পার্থক্যে স্পেনের (+৬) থেকে পিছিয়ে থাকায় এবারের বিশ্বকাপ থেকে জার্মানিকে (+১) বিদায় নিতে হল।
একই দিনে গ্রুপ-ই খেলায় পিছিয়ে থেকেও স্পেনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জাপান (৬ পয়েন্ট)। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছল স্পেন(৪ পয়েন্ট)।
এবারের বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে শুরুতেই জার্মানিকে হারিয়ে দিয়েছিল জাপান। বৃহস্পতিবার রাতে স্পেনকে ২-১ গোলে হারিয়ে আবার অঘটন ঘটাল সূর্যোদয়ের দেশ জাপান।
গ্রুপ এফ থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মরক্কো ও ক্রোয়েশিয়া। ছিটকে গেল বেলজিয়াম ও কানাডা। প্রি-কোয়ার্টারে জাপান খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। আর স্পেন খেলবে মরক্কোর বিরুদ্ধে।