বিওএ-এর শতবর্ষঃ সংবর্ধিত বাংলার অলিম্পিয়ানরা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সংবর্ধিত বাংলার এক ঝাঁক অলিম্পিয়ান। টেবল টেনিস থেকে অ‍্যাথলেটিক্স, শ‍্যুটিং,আর্চারি সব মিলিয়ে সোমবার বিকেলে নেতাজি ইন্ডোরে চাঁদের হাট। বিওএ (বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশন) -এর শতবর্ষ উপলক্ষ্যে বাংলার ক্রীড়া জগতের কৃতি খেলোয়াড়দের পুরস্কৃত করলেন সংশ্লিষ্ট সংস্থার কর্তারা। অলিম্পিয়ান ছাড়াও গতবারের গুজরাটে অনুষ্ঠিত ন‍্যাশনাল গেমসে বাংলার পদক জয়ীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

এদিন, বিকেল তিনটে নাগাদ শুরু হয় বিওএ-এর শতবর্ষের বিশেষ অনুষ্ঠান। স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান অ‍্যাথলিট সরস্বতী সাহা, সুস্মিতা সিনহা রায়, টেবল টেনিস খেলোয়াড় মৌমা দাস,পৌলমী ঘটক,অঙ্কিতা দাস। ছিলেন ২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নেওয়া শ‍্যুটার জয়দীপ কর্মকার। ১৯৮৪ অলিম্পিকে অংশ নেওয়া বক্সার ভগীরথ সামুই। সুতীর্থা এই মুহূর্তে এশিয়ান গেমস খেলতে চিনে রয়েছেন। সুতীর্থার পরিবর্তে তাঁর বাবা মঞ্চে উঠে পুরস্কার নেন। অনুষ্ঠানের শেষ দিকে এসে বিওএ-এর সম্মান গ্রহণ করেন আর এক অলিম্পিয়ান রাহুল ব‍্যানার্জি।

অনুষ্ঠানে বক্তব‍্য রাখতে গিয়ে বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব‍্যানার্জি বলেন,”বাংলার ক্রীড়া জগতের কৃতি খেলোয়াড়দের সম্মান জানাতে পেরে ভাল লাগছে। এই বছর আমাদের অ‍্যাসোসিয়েশনের শতবর্ষ চলছে। এখন এশিয়ান গেমস চলেছ। সামনেই ন‍্যাশনাল গেমস। তারপরে অলিম্পিক। সবাইকে এক সঙ্গে পাওয়াটাও সমস‍্যার। তবু আমরা খুব কম সময়ের মধ‍্যে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার চেষ্টা করলাম। আগামী দিনে বাংলা থেকে খেলোয়াড়রা যাতে সাফল‍্য পায় তার জন‍্য সব রকম ভাবে পাশে থাকবে বিওএ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here