◆চ্যাম্পিয়ন নেতাজি স্পোর্টিংয়ের ক্ষুদে ফুটবলাররা◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অভিনব উদ্যোগ। বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্প নিয়ে ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল বালুরঘাটের গ্রিন ভিউ ইংলিশ অ্যাকাডেমি স্কুলে। এআইএফএফের নব নির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে যখন জেলা ও স্কুল ফুটবলকে অগ্রাধিকার দিচ্ছেন তখন জেলার কোনও ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ ফুটবলে এগিয়ে আসছেন এটা ইতিবাচক দিক। তবে তারা এখনই স্কুল ফুটবল শুরু করেননি। গ্রিন ভিউ ইংলিশ অ্যাকাডেমি ও ক্রীড়া প্রশাসক গৌতম গোস্বামীর সহায়তায় পরীক্ষামূলকভাবে বিভিন্ন কোচিং ক্যাম্পের অনূর্ধ্ব-১২ ফুটবলারদের নিয়ে সুষ্ঠুভাবে হয়ে গেল গ্রিন ভিউ চ্যালেঞ্জ কাপ।
এই বছর মোট ৮ টি দল নিয়ে লিগ কাম নক আউট ফর্ম্যাটে টুর্নামেন্ট হল। বালুরঘাটের শতাব্দী প্রাচীন টাউন ক্লাব (প্রাক্তন ফুটবলার অভিজিৎ মন্ডলের কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত), নেতাজি স্পোর্টিং ক্লাব ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল হিলি, ত্রিমোহিনী, পতিরাম, রায়গঞ্জ টাউন ক্লাব, কুশমুন্ডি ও মালদা ক্লাবের কোচিং ক্যাম্প।
প্রসঙ্গত উল্লেখ্য, রায়গঞ্জ টাউন ক্লাবের ওরিয়েন্ট জুয়েলার্স ফুটবল কোচিং ক্যাম্পের প্রধান কোচ ভারতের প্রাক্তন ফুটবলার ও ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত দীপক মন্ডল। জেলার বয়স ভিত্তিক ফুটবলে আগ্রহ থেকেই দীপক রায়গঞ্জ টাউন ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। দুই মাস আগে এই গ্রিনভিউ স্কুলের পরিকাঠামোও দেখে এসেছিলেন দীপক।
অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের পতিরাম স্কুলের ১৯৯২ সালের মাধ্যমিকের ব্যাচের ব্যক্তিরা এলাকায় ফুটবল কোচিং ক্যাম্প পরিচালনা করেন। তারাও এই টুর্নামেন্টে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।
গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর – এই দুদিন বৃষ্টির মধ্যেও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট হয়। এই টুর্নামেন্টে হাজির থেকে ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দিতে গ্রিনভিউ ইংলিশ অ্যাকাডেমির নিজস্ব মাঠে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব কৌশিক ঘোষ, সহ সচিব অরিন্দম চন্দ। ছিলেন পুলিশ সুপার রাহুল দে, ডেপুটি ম্যাজিস্ট্রেট নির্মিতা সাহা, বিশিষ্ট সমাজসেবী ডঃ নবকুমার দাস, দক্ষিন দিনাজপুর জেলার প্লেয়ার্স অ্যাসোসিয়েশপের কর্তা বিমলেন্দু সরকার।
নিম্নচাপের বৃষ্টিকে উপেক্ষা করে টুর্নামেন্ট পরিচালনা করেন গ্রিন ভিউ ইংলিশ অ্যাকাডেমির কর্ণধার অঞ্জন চক্রবর্তী, প্রিন্সিপাল কাকলি চক্রবর্তী এবং ক্রীড়া সংগঠক গৌতম গোস্বামী। প্রতিটি দলের ফুটবলারদের জার্সি, শর্টস দেওয়া হয়। গ্রিন ভিউ স্কুলের প্রিন্সিপাল কাকলি চক্রবর্তী বলেন,”টুর্নামেন্টে হার-জিত বড় ব্যাপার নয়। আমরা দেখতে চেয়েছিলাম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে কিনা। এই ধরনের টুর্নামেন্ট করে আমরা তৃপ্ত।” গৌতম গোস্বামী বলছিলেন,”দক্ষিণ দিনাজপুরে তো বটেই, মনে হয় উত্তরবঙ্গে এই প্রথম কোচিং ক্যাম্পের ছেলেদের নিয়ে এমন টুর্নামেন্ট প্রথম। আগামী বছর আরও বড় করে এই টুর্নামেন্ট হবে।”
এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল বালুরঘাট টাউন ক্লাবের কোচিং ক্যাম্প HOTSA ও নেতাজি স্পোর্টিং ক্লাব। HOTSA কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল নেতাজি স্পোর্টিং।