ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এমনটা হবেই ভাবেননি অনেকেই। অবশেষে সেটাই হল। নিজের প্রাণের ক্লাব বার্সেলোনা থেকে চলেই গেলেন আর্জেন্টাইন লিওনেল মেসি। বার্সেলোনার ইতিহাসে একটা যুগের অবসান। সেই ১৩ বছর বয়সে এই ক্লাবে এসেছিলেন মেসি। ধাপে ধাপে এই ক্লাবে খেলেই হয়ে উঠেছিলেন বিশ্ব ফুটবলের তারকা। বার্সেলোনা ও মেসি – পরস্পরের কাছে এখন উভয়ই অতীত।
লিয়োনেল মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হল বার্সেলোনার। স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনার কর্তারা এবং লিয়োনেল মেসি বৈঠক করেন। একটা সমঝোতায় এসেও উভয়পক্ষ চুক্তিতে সই করতে আগ্রহীও ছিল। কিন্তু স্প্যানিশ লিগের নিয়মের মধ্যে পড়ে। লিগে আর্থিক বিধি নিষেধ থাকায় চুক্তি করা সম্ভব হল না।