ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এআইএফএফ সভাপতি নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইচুং ভুটিয়াকে উড়িয়ে দিয়ে ভারতীয় ফুটবলের মসনদে বসলেন কল্যাণ চৌবে। প্রত্যাশিত ফলাফল। ৩৪ টি ভোটের মধ্যে ৩৩টি পেয়েছেন কল্যাণ। আর বাইচুং পেয়েছেন মাত্র একটি ভোট। এই জয়ের ফলে এআইএফএফের ইতিহাসে এই প্রথম কোনও ফুটবলার সভাপতি হলেন। তাও আবার ভোটে জিতে এসে। সহসভাপতি পদে এলেন হরিশ। তিনি ভোট পেয়েছেন ২৯টি। ৩২টি ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে এলেন অজয় কিপা।
বাঙালি হিসেবে শেষ বার সভাপতি হয়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। এবার আবার এক বাঙালি কল্যাণ।
ভোটের বেশ কয়েকদিন আগেই কল্যাণ ঘর গুছিয়ে ফেলেছিলেন। প্রত্যাশামত তিনিই বাজিমাত কলেন। বাইচুংয়ের ভোট ভাগ্য কোনওদিনই ভাল ছিল না। এর আগেও তৃনমূলের টিকিটে দাঁড়িয়ে ভোটে হারতে হয়েছিল। পরে তৃণমূল ছেড়ে সিকিমে নিজে রাজনৈতিক দল গড়ে নির্বাচনে লড়াই করেছিলেন। কিন্তু সেই বারও বাইচুংকে হারতে হয়েছিল। এবার এআইএফএফ নির্বাচনেও হারতে হল জঘন্য ভাবে।