বাংলা ফুটবল দলের পাশে দাঁড়াল DTDC

0

◆DTDC ভাইস প্রেসিডেন্ট কৌশিক ভট্টাচার্যের সঙ্গে আইএফএ সচিব অনির্বান দত্ত ও চেয়ারম‍্যান সুব্রত দত্ত। শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শনিবার মহারাষ্ট্রে কোলাপুরে সন্তোষ ট্রফি অভিযান শুরু করবে বাংলা। তার একদিন আগে বাংলা ফুটবল দলের পাশে আর্থিক সাহায‍্য নিয়ে এগিয়ে এল DTDC কোম্পানি। যা আইএফএ-এর পক্ষ‍্যে ভাল খবর। আজ,শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আইএফএ ও DTDC এর গাঁটছড়া বাঁধার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল।

DTDC এর এই উদ‍্যোগ ঠিক স্পনসর বলা যাবে না। কর্পোরেট কোম্পানি হিসেবে তাদের সিএসআর (কর্পোরেট সোসাল রেসপন্সবিলিটি) এর খাত থেকে বাংলা ফুটবল দলকে আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে DTDC কোম্পানি। শুধু তাই নয়, বাংলার ফুটবলাররাও এই কোম্পানি থেকে ইন্টার্ন হিসেবে কাজ করার সুযোগ পাওয়ার পাশাপাশি বেশ কিছু প্রতিভাবান ফুটবলারদের পাশে থাকার কথা ঘোষণা করেছেন DTDC কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কৌশিক ভট্টাচার্য।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী,যে কোনও কর্পোরেট সংস্থাকে নিজেদের বছরের টার্নওভারের দুই শতাংশ টাকা এনজিও ও খেলাধূলা জগতে খরচ করতে হবে। অর্থাৎ সামাজিক কাজে এই দুই শতাংশ টাকা খরচ করাটা বাধ‍্যতামূলক। যার নাম সিএসআর (কর্পোরেট সোসাল রেসপন্সবিলিটি)। DTDC সেই সিআরএসের টাকার একটা অংশ দিয়ে এবারের সন্তোষ ট্রফিতে অংশ নেওয়া বাংলা দলকে সাহায‍্য করবে।

অনুশীলনে বাংলা দলের ফুটবলাররা (ফাইল ছবি)

এদিন, এই আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DTDC -এর ভাইস প্রেসিডেন্ট কৌশিক ভট্টাচার্য, আইএফএ চেয়ারম‍্যান সুব্রত দত্ত, সচিব অনির্বান দত্ত,ট্রেজারার দেবাশিস সরকার, সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ (মুন) ঝাঁ, সুফল গিরি। ছিলেন প্রাক্রন ফুটবলার ও আইএফএ-কোচেস কমিটির সদস‍্য অমিত ভদ্র ও কুন্তলা ঘোষ দস্তিদার। এছাড়াও ছিলেন বেশ কিছু গর্ভনিং বডির সদস‍্য।

আইএফএ চেয়ারম‍্যান সুব্রত দত্ত বলেন,”হয়তো এই প্রথম বাংলার ফুটবলে কোনও কর্পোরেট কোম্পানির সিএসআর সাহায‍্য নিয়ে এগিয়ে এল। এর জন‍্য DTDC কোম্পানিকে আন্তর্জাতিক ভাবে ধন‍্যবাদ জানাচ্ছি। এই ভাবে আরও কর্পোরেট কোম্পানি এগিয়ে এলে বাংলার ফুটবলের উন্নতি হবে।”

আইএফএ সচিব অনির্বান দত্ত জানান,”DTDC কোম্পানির কর্ণধার শুভাশিস চক্রবর্তী নিজে একটা সময় ফুটবল খেলতেন। কিন্তু আর্থিক কারণেই ফুটবল খেলা থেকে সরে এসেছিলেন। পরে নিজে DTDC মতো কোম্পানি প্রতিষ্ঠা করেন। ভারতে এখন প্রতিষ্ঠিত এই কোম্পানি। বিদেশেও তাদের কাজ ছড়িয়ে পড়েছে। বাংলার ফুটবল সম্পর্কে জানেন বলেই আজ শুভাশিসবাবু এগিয়ে এসেছেন। উনি জানিয়েছেন বাংলার ফুটবলের পাশে থাকবেন।”

DTDC কর্ণধার শুভাশিস চক্রবর্তী কলকাতা শহরের বাইরে থাকায় তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। তবে DTDC এর ভাইস প্রেসিডেন্ট কৌশিক ভট্টাচার্য উপস্থিত থেকে বলে গেলেন,”আইএফএ-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুশি। আমরা বাংলার ফুটবলের পাশে থাকব। সন্তোষ ট্রফির বাংলা দলের পাশে তো আছিই সেই সঙ্গে ফুটবলাররা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা পায় তা আমারা অবশ‍্যই দেখব। আইএফএকে বলেছি, প্রতিভাবান ফুটবলাররা আমাদের কোম্পানিতেও কাজ করার সুযোগ পাবে।”

অতীতে টালিগঞ্জ অগ্রগামীর মতো ক্লাবকে একটা সময় এই DTDC কোম্পানি স্পনসর করেছে। ফুটবলের সঙ্গে তাদের যুক্ত থাকাটা নতুন নয়। তবে ফুটবলে DTDC-এর সিএসআরের প্রয়োগ প্রথম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here