ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলা দল যখন এবারের সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে ছিল,তখন কলকাতা রেফারি সংস্থার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী সুজিত বসু ঘোষণা করেছিলেন,”চ্যাম্পিয়ন হয়ে ফিরলে বাংলা দলকে ২ লক্ষ টাকা দেব”। বাংলা চ্যাম্পিয়ন হতে না পারলেও কঠিন এবং দুর্দান্ত লড়াই করে রানার্স হয়েছে। ফুটবলারদের দক্ষতা,লড়াইকে স্বীকৃতি দিতে গোটা বাংলা দলকে ২ লক্ষ টাকা দিলেন শ্রীভূমি ক্লাবের সভাপতি ও দমকল মন্ত্রী সুজিত বসু। অবশ্য তিনি মন্ত্রী হিসেবে নয়,শ্রীভূমি ফুটবল ক্লাবের সভাপতি হিসেবে ২ লক্ষ টাকা বাংলা দলকে উপহার হিসেবে তুলে দিলেন সুজিত বসু।
বৃহস্পতিবার দুপুরে ময়দানের শ্রীভূমি ক্লাব তাঁবুতে সুন্দর,ঝকঝকে অনুষ্ঠানে দলের ২০ জন ফুটবলারের হাতে ১০ হাজার টাকা করে তুলে দিলেন ক্রীড়াপ্রেমী সুজিত বসু। শুধু ফুটবলার নয়,সাপোর্ট স্টাফদের হাতেও আর্থিক পুরস্কার তুলে দেন মন্ত্রী।
“আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি ঠিকই,কিন্তু ফাইনালে আমাদের ছেলেরা যে লড়াই করেছে তার জন্য স্বীকৃতি প্রাপ্য। এটা এমন কিছুই নয়। স্বীকৃতি মাত্র। আমি যখন শুনলাম দিলীপ ওরাঁওয়ের বাড়িতে ইলেকট্রিক নেই। অবাক হয়েছিলাম। একদিনের মধ্যে দিলীপের বাড়িতে ইলেকট্রিক ব্যবস্থা করে দিয়েছি। মুখ্যমন্ত্রী নিজের কোটা থেকে বাংলার দুজন ফুটবলারকে চাকরি দিয়েছেন। আমি মনে করি খেলোয়াড়দের পাশে থাকাটা আমাদের কর্তব্য। নূন্যতম যদি সুযোগ,সুবিধা না পায় তাহলে কি করে ভাল খেলবে। আজ রানার্স হয়েছে। আগামী বছর বাংলা চ্যাম্পিয়ন হবে এই আশাকরি।” কথা গুলি বলছিলেন মন্ত্রী সুজিত বসু।
প্রসঙ্গত উল্লেখ্য, সন্তোষ ট্রফির প্রস্তুতির সময় বাংলা দলকে আগেই এক লক্ষ টাকা দিয়েছিলেন মন্ত্রী সুজিত বসু।
খেলার মাঠে সুজিত বসুর এহেন ভূমিকা দেখে মুগ্ধ আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত। তিনি বলছিলেন,”সুজিত বসু যেভাবে বাংলা ফুটবল দলের পাশে এসে দাঁড়িয়েছেন তা প্রশংসনীয়। ভবিষ্যতে ফুটবলের সঙ্গে এই ভাবে নিজেকে জড়িয়ে রাখলে বাংলার ফুটবলের যে প্রসার ঘটবে তা আমি নিশ্চিত”।
এদিন মূল অনুষ্ঠানের আগে প্রত্যেক ফুটবলার ও উপস্থিত অন্যন্য অতিথিদের জন্য মধ্যাহৃভোজনের সুব্যবস্থা করেছিলেন শ্রীভূমি ক্লাবের সচিব রাকেশ (মুন) ঝাঁ। এদিনের অনুষ্ঠানে সুজিত বসু,সুব্রত দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি,কোষাধ্যক্ষ অনির্বান দত্ত, সহসভাপতি পার্থ সারথী গাঙ্গুলি, বিওএ সভাপতি স্বপন ব্যানার্জি সহ এক ঝাঁক কর্তা। ছোট দুর্ঘটনার জন্য অনুষ্ঠানে শুধু আসতে পারেননি দিলীপ ওরাঁও।