◆নেটবল খেলোয়াড়দের সঙ্গে রাজ্য সংস্থার সভাপতি বিশ্বরূপ দে (ফাইল ছবি)◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলার নেট বলের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম জুনিয়র ন্যাশনাল নেটবল চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে এই রাজ্যে। রবিবার বড় দিনের উৎসবের মাঝেই প্রায় এক হাজার প্রতিযোগীদের নিয়ে সল্টলেকের সাই কেন্দ্রে শুরু হতে চলেছে ৩৫তম ন্যাশনাল নেটবল চ্যাম্পিয়নশিপ।
ক্রিকেট, ফুটবল, টেবলটেনিস,অ্যাথলেটিক্স সহ কয়েকটা খেলা সম্পর্কে সবাই ওয়াকিবহাল। কিন্তু এই রাজ্যেও যে নেটবল খেলা হয়,বাংলার ১২ টি জেলায় ইতিমধ্যে নেটবলের চর্চা শুরু হয়ে গিয়েছে তা অনেকেই জানে না। এই নেটবল অলিম্পিকেও অন্তর্ভুক্ত।
এমন একটা পিছিয়ে পড়া খেলা এই বাংলায় শুরু হয়েছিল ১৯৮১ সালে। হাওড়ায় আজকের শৈলেন মান্না স্টেডিয়ামে (তখন নাম ছিল ডালমিয়া পার্ক) রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলায় প্রথম এই নেটবলের সূচনা করেছিলেন। তবে এই খেলা জনপ্রিয় করা যায়নি। তবে সেই সময় ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী নেটবলের সফল খেলোয়াড়দের আর্থিক সাহায্য করেছিলেন। এমনটাই বলছিলেন ওয়েস্ট বেঙ্গল নেটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ৭৫ বছরের বীনাপানি দাস। চার বছর হল এই সংস্থার সভাপতি পদে আনা হয়েছে দক্ষ ক্রীড়া সংগঠক ও সিএবির প্রাক্তন সফল কর্তা এবং বর্তমান কাউন্সিলর বিশ্বরূপ দে’কে। শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে বীনাপানি দেবী বলছিলেন,”বিশ্বরূপ সভাপতি হওয়ার পর নেটবল নিয়ে অনেকটা আমরা এগোতে পেরেছি। একটা সময় থমকে গিয়েছিলাম। বিশ্বরূপ আসার পর একটা গতি পেয়েছে। আমাদের বিশ্বাস বিশ্বরূপের হাত ধরেই বাংলায় নেটবলের প্রসার ও প্রচার হবে।”
ওয়েস্ট বেঙ্গল নেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বরূপ দে সাংবাদিক সম্মেলনে বলছিলেন,”নেটবল বলে যে একটা খেলা আছে সেটা অনেকেই জানেন না। অলিম্পিকেও এই নেটবল আছে। আমরা ধীরে ধীরে এই খেলার প্রসার ও প্রচারের দিকে এগোচ্ছি। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ১২ টি জেলায় এই নেটবল খেলা শুরু করতে পেরেছি। আরও ভাল খবর হল, এই প্রথম বাংলায় ন্যাশনাল নেটবল হচ্ছে। ২৫ ডিসেম্বর থেকে সাইতে শুরু হবে। ফাইনাল ২৮ ডিসেম্বর। নাগাল্যান্ড ছাড়া বাকি সব রাজ্য এই জুনিয়র ন্যাশনাল নেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। প্রায় এক হাজার প্রতিযোগী এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে করাটাও আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আশাকরছি অদুর ভবিষ্যতে এই নেটবলের চর্চা সব জেলাতেই ছড়িয়ে দিতে পারব। তবে একটু সময় লাগবে। আমি আশাবাদী।”
রবিবার এই ন্যাশনাল নেটবলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়,বিচারপতি অসীম কুমার রায়, বিওএ সভাপতি স্বপন ব্যানার্জি। ফাইনালে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।