ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৯ নভেম্বর : বাংলার হাত ধরে ৭২ তম গ্র্যান্ডমাস্টার পেল ভারত। মিত্রাভ গুহ। বয়স ১৯ বছর। টালিগঞ্জের কুদঘাটের ছেলে। দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের দেখানো পথেই বাংলা ও ভারতীয় দাবায় নতুন গ্র্যান্ডমাস্টার। সার্বিয়ায় অনুষ্ঠিত মিক্স ২২০-নভি সাড ওপেন টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে জিতে কলকাতার ছেলে মিত্রাভ অর্জন করলেন জিএম নর্ম। বাংলা পেল নবম গ্র্যান্ডমাস্টার।
মিত্রাভ আগে তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমির ছাত্র মিত্রাভ। ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পযর্ন্ত দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমিতেই ছিলেন। সেই অর্থে মিত্রাভর দাবায় প্রথম কোচ হলেন দিব্যেন্দুই। পরবর্তীকালে অতনু লাহিড়ীর কাছেও তালিম নিয়েছেন। কিন্তু ২০১৯ সাল থেকে কোচ ছাড়াই এগিয়ে গিয়েছেন মৌলানা আজাদ কলেজে বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র মিত্রাভ।
এর আগে একটি জিএম নর্ম পেয়েছিলেন মিত্রাভ। তার পর বাংলাদেশে শেখ রাসেল টুর্নামেন্টে একটি জিএম নর্ম পান মিত্রাভ। এক জন দাবাড়ুকে গ্র্যান্ডমাস্টারের যোগ্যতা পেতে হলে তিনটি জিএম নর্ম পেতে হয়। সার্বিয়ায় সেই যোগ্যতা অর্জন করলেন মিত্রাভ গুহ। তাঁর এই সাফল্যে খুশি প্রথম কোচ দিব্যেন্দু বড়ুয়া।